শিলচরে বিক্ষোভ মণিপুরি কো-অর্ডিনেশন কমিটির

অসমের মণিপুরীরাও বসে থাকবে না ____

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : মণিপুরের জিরিবাম থেকে তিন শিশু ও তিন মহিলাকে অপহরণ করে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ জানিয়ে সুবিচার চেয়ে শিলচরে বিক্ষোভ প্রদর্শন করল মণিপুরি কো-অর্ডিনেশন কমিটি। রবিবার সন্ধ্যায় শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে কমিটির শতাধিক কর্মকর্তা ও শিশুসহ সাধারণ মণিপুরি লোকরা বিক্ষোভ প্রদর্শন করেন। মোমবাতি জ্বালিয়ে জিরিবামের নৃশংস ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানান। বিক্ষোভ চলাকালীন কমিটির জনৈক কর্তা বলেন, মহিলা ও শিশুদের নির্মম হত্যাকাণ্ড মানবতা বিরোধী। এ ঘটনার সুবিচার না পাওয়া পর্যন্ত মরদেহ সমঝে নেবেন না বলেও জানিয়েছেন।

মণিপুরে মণিপুরিদের হত্যা বা নৃশংস ঘটনা ঘটলে গোটা অসমের মণিপুরি বসে থাকবে না। মণিপুরের অর্থাৎ জিরিবামের বর্তমান পরিস্থিতির সমধান করতে মণিপুর, কেন্দ্র ও অসম সরকারের কাছে দাবি রাখেন। রাজনৈতিক ভাবে সব সমস্যার সমাধান চাইলেন তিনি। তিনি হত্যাকারীদের পাকড়াও করে কড়া শাস্তির দাবি জানান। এও বলেন, মণিপুর অশান্ত থাকলে ভারত এমনকি শিলচরও শান্ত থাকবে না। কাছাড়-মণিপুর সীমান্ত সহ গোটা জেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করার প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

শিলচরে বিক্ষোভ মণিপুরি কো-অর্ডিনেশন কমিটির

তিনি বলেন, কুকি ও মার উগ্রপন্থীর যেভাবে হত্যালীলায় মেতে উঠেছে তাতে সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণ বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন। এ দিন উপস্থিত ছিলেন ও বীরমণি, এস শুভঙ্কর, বিমবাবাতি দেবী, সুনিতা দেবী, ও কান্ত, ইনা মৈতেই, আরকে গোপাল সানা, আরকে নরেন সহ অনেকেই।

শিলচরে বিক্ষোভ মণিপুরি কো-অর্ডিনেশন কমিটির

Author

Spread the News