নগদিরগ্রাম জিপিকে বিলুপ্ত না করার দাবি

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : জিপি ডিলিমিটিশনের খসড়া তালিকা প্রকাশের আগেই জিপি কাটছাট নিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সোনাইর নগদিরগ্রাম জিপিকে বিলুপ্ত করে গ্রাম গুলো অন্য জিপিতে সংযুক্ত করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠলো। জিপি বিলুপ্তির খবর পেয়ে নগদিরগ্রাম জিপির একাংশ জনসাধারণ এক সাংবাদিক সম্মেলন করে তাঁর তীব্র প্রতিবাদ জানিয়ে তাঁরা বলেন, ডিলিমিটিশনে জিপিকে বিলুপ্ত করা হচ্ছে বলে তাঁরা গোপনে একটি সূত্রে খবর পেয়েছেন। জিপিকে হাতিখাল জিপির সঙ্গে সংযুক্ত করা হচ্ছে। নিয়মনীতিকে সম্পূর্ণ উপেক্ষা করে এগুলো করা হচ্ছে।

এসওপি অনুযায়ী যে জিপিতে জিপি অফিস রয়েছে ওই জিপি থাকবে। নগদিরগ্রাম জিপিতে কোটি টাকা খরচ করে অফিস ভবন নির্মাণ কাজ চলার পরও এই জিপিকে সম্পুর্নরূপে বিলুপ্তিকরণ করার চক্রান্ত চলছে। যদি জিপির জনসংখ্যা কম তাকে তাহলে পার্শ্ববর্তী জিপি থেকে একটি গ্রাম এনে যুক্ত করলেই সমাধান হয়ে যাবে। জিপি বিলুপ্ত করা কোনও অবস্থায়ই তাঁরা মানবেন বলে জানান।
 
এদিন সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখেন মায়জুল হক মজুমদার, প্রাক্তন এপি সদস্য মনজুরুল হক মজুমদার, নিহাররঞ্জন শুক্লবৈদ্য, মুসলিম উদ্দিন লস্কর, জয়নাল আহমদ চৌধুরী, অলক শুক্লবৈদ্য, দেবাশিস শুক্লবৈদ্য, কামাল উদ্দিন মজুমদার, সাহারুল হক লস্কর।

নগদিরগ্রাম জিপিকে বিলুপ্ত না করার দাবি
নগদিরগ্রাম জিপিকে বিলুপ্ত না করার দাবি

Author

Spread the News