লাবক নদীতে শিশুর সলিলসমাধি
কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২২ মে : লক্ষীপুর থানা এলাকার লাবক বাজার সংলগ্ন লাবক নদীতে বৃহস্পতিবার বিকেলে এক শিশুর সলিলসমাধি ঘটে। দেওয়ান চা-বাগানের নুনু ভূঁইয়ার দশ বছরের ছেলে গুরু ভূঁইয়া তার সঙ্গীদের সঙ্গে লাবক নদীতে স্নান করতে যায় বিকেল অনুমান তিনটা নাগাদ। স্নান করতে গিয়ে হঠাৎ তলিয়ে যায় গুরু নামের শিশু। শিশুটি তলিয়ে যেতেই সঙ্গে সঙ্গে খবর শুনে বাজারে থাকা অগনিত মানুষ এই শিশুকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন নদীতে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা পরিষদ সদস্য দিব্যজ্যোতি বাউরি, দেওয়ান জিপির এপি সদস্য উদয় কৈরি।
প্রায় ত্রিশ মিনিটের মধ্যে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি পাঠানো হয় লাবক বাগান হাসপাতালে। লাবক হাসপাতাল থেকে স্থানান্তর করা হয় পয়লাপুল ইমানুয়েল হাসপাতালে। এখানেই শিশুটির মৃত্যু ঘটে। খবর পেয়ে লক্ষীপুর থানার ওসি ছুটে এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। শিশুটির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
