বিড়ি ব্যবসায়ী রাহুল হত্যাকাণ্ডে বাকি অভিযুক্তদের গ্রেফতারের দাবি

বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : বিড়ি ব্যবসায়ী রাহুল শেখ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন তার বাবা আব্দুল হালিম। মঙ্গলবার শিলচর প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক ডেকে আব্দুল হালিম জানান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপর তিন অভিযুক্ত তাসির শেখ, আবু শেখ ও জহর শেখ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাড়িতে দিব্যি ঘুরাফেরা করছেন। কিন্তু তাঁদের তদন্তের আওতায় এনে গ্রেফতার করছে না পুলিশ। এই তিন অভিযুক্ত রাহুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

এদিন সাংবাদিক বৈঠকে ইন্ডিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশনের অসম রাজ্য কমিটির মুখ্য সচিব এনামুল হক লস্কর, ­ঘনিয়ালার আলি আয়কত লস্কর, আমির শেখ, সাবিল আহমেদ, সাত্তার শেখকে পাশে বসিয়ে তিনি জানান, ব্যবসায়িক প্রতিহিংসায় পরিকল্পিতভাবে ছেলে রাহুলকে খুন করা হয়েছে। তিনি পুলিশ সুপার নোমাল মাহাতোর কাছে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করার দাবি জানান।

বিড়ি ব্যবসায়ী রাহুল হত্যাকাণ্ডে বাকি অভিযুক্তদের গ্রেফতারের দাবি

Author

Spread the News