স্নাতকস্তরের প্রথম সেমিস্টারের রি-ইভাল্যুশনের ফল প্রকাশের দাবি

বরাক তরঙ্গ, ৬ ডিসেম্বর : স্নাতকস্তরের প্রথম সেমিস্টারের গত বছর অনুষ্ঠিত পরীক্ষার রি-ইভাল্যুশনের ফল প্রকাশের দাবিতে আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করে ছাত্র সংগঠন এআইডিএসও। সংগঠনের জেলা কমিটির পক্ষ থেকে শুক্রবার স্মারকপত্র প্রদান করে বলা হয় যে এবছরের স্নাতকস্তরের প্রথম ও তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে অথচ গত বছর অনুষ্ঠিত পরীক্ষার রিইভাল্যুশনের ফল এখনও প্রকাশ হয়নি। ফলে ছাত্র ছাত্রীরা চরম বিপাকে পড়েছে। প্রথম বর্ষের সংশ্লিষ্ট পেপারে তারা উত্তীর্ণ হয়েছে কি না তাও জানতে পারেনি। এরফলে পুনরায় তাদের পরীক্ষায় বসতে হচ্ছে। অথচ রি-ইভাল্যুশনের ফল প্রকাশ হলে তাদের এই অসুবিধার সম্মুখীন হতে হত না।

আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন ছাত্রছাত্রীদের ভবিষ্যত নিয়ে ছেলে খেলা করে তা নিয়ে সংগঠনের পক্ষ থেকে উষ্মা প্রকাশ করা হয়। সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে ফল প্রকাশের জোরালো দাবি উত্থাপন করা হয়।

স্নাতকস্তরের প্রথম সেমিস্টারের রি-ইভাল্যুশনের ফল প্রকাশের দাবি

Author

Spread the News