“মুসলিম ম্যারেজ অ্যাক্ট” সংশোধনের দাবি

"মুসলিম ম্যারেজ অ্যাক্ট" সংশোধনের দাবি

বরাক তরঙ্গ, ৩১ জুলাই : “মুসলিম ম্যারেজ অ্যাক্ট” সংশোধন করার দাবিতে কাছাড়ের জেলাশাসক মারফৎ মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করল অসম মুসলিম সমাজ।
মুসলিম সমাজের পক্ষ থেকে মঙ্গলবার কাছাড়ের জেলাশাসক মারফৎ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সমাজের সদস্যরা জানান, পুরোনো অ্যাক্টকে সংশোধন করে বর্তমানে যে নতুন আইন কার্যকর করা হয়েছে তাতে নানা অসুবিধার সম্মুখীন হচ্ছেন গোটা মুসলিম সমাজ।   সহজ ও সরল পদ্ধতিতে ছিল। কিন্তু সেই আইন সংশোধন করে নতুন আইন বলবৎ হওয়ার পর থেকেই গ্রামের গরিব মানুষের ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয় নতুন আইন গোটা মুসলিম সমাজকে বিপদের মুখে ঠেলে দিয়েছে বলেও এদিন জানিয়েছেন তাঁরা। তাই “মুসলিম ম্যারেজ অ্যাক্ট” পুণরায় বিবেচনা করে ১৯৩৫ এর কাজি সিস্টেমে পূণর্বহাল করার রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।

এদিন স্মারকপত্র প্রদানকালেঐ নুর আহমেদ মজুমদার, আবু সাহিদ বড়ভূইয়া, তাজ উদ্দিন আহমেদ, মতি উদ্দিন বড়ভূইয়া, আব্দুল বাসিদ বড়ভূইয়া ও আবুল কালাম আজাদ মজুমদার সহ আসাম মুসলিম সমাজের অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

Author

Spread the News