জাতীয় প্রতিযোগিতা থেকে ১৫টি পদক নিয়ে ফিরল টাইকোয়ান্ডো অ্যাকাডেমি
ইকবাল লস্কর, শিলচর,
বরাক তরঙ্গ, ৩১ জুলাই : প্রথম জাতীয় টাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপ বেঙ্গল কাপ টুর্নামেন্টের বিভিন্ন বিভাগ থেকে ১৫টি পদক নিয়ে ফিরল শিলচরের ৭২০ টাইকোয়ান্ডো অ্যাকাডেমি। পদকগুলির মধ্যে রয়েছে ৫টি সোনা, ৪টি রুপা ও ৬টি ব্রোঞ্জ। পশ্চিমবঙ্গের লিচু বাগান ইন্ডোর স্টেডিয়ামে গত ২৭ ও ২৮ জুলাই অনুষ্ঠিত প্রতিযোগিতায় অ্যাকাডেমির খেলোয়াড়েরা এই সফল প্রদর্শন করে পদক ছিনিয়ে আনতে সফল হন।
প্রতিযোগীদের মধ্যে সোনা জেতেন বিশ্বপ্রতীম ভট্টাচার্য, টি শিল্পিনা দেবী, সাইরা খাতুন, মহুয়া দেব ও রাখী দাস। রুপা জিতেন টি শিলিনা দেবী (২টি) ও আবির দাস, উষস্বি দাস। ব্রোঞ্জ পদক জিতেন এইচ অনিল সিংহ, মহুয়া দেব, রাখী দাস, উষস্বি দাস, আবির দাস ও টি শিল্পিনা দেবী। দলে কোচ হিসেবে ছিলেন বশিষ্ঠ দাস, ম্যানেজার ছিলেন সঙ্গীতা দেবী। অ্যাকাডেমির সচিব রোমি শেখ এক বিবৃতিতে এই সফলতার বিষয়ে জানান, তাদের সংগঠনের কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টায় এই পদক প্রাপ্তি সম্ভব হয়েছে। পদক প্রাপ্ত প্রতিজন অ্যাকাডেমির শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন কর্মকর্তারা।