এবিভিপির দুই দিবসীয় প্রশিক্ষণ শিবির সম্পন্ন পাথারকান্দিতে

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৩১ জুলাই : অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পাথারকান্দি শাখার ব্যবস্থাপনায় বিভাগ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়।দুই দিনের এই প্রশিক্ষণ শিবির  অনুষ্ঠিত হয় পাথারকান্দি বিএড কলেজে। এতে করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলার বিভিন্ন স্থান থেকে মোট ১৮২ জন কার্যকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষার্থীরা অনেক আগ্রহের সঙ্গে দুই দিবসীয় এই শিবির উপভোগ করেন এবং এবিভিপির সদস্যতা অভিযান, শাখা পরিচালনা, কার্যপদ্ধতি, ব্যক্তিত্বের বিকাশ ইত্যাদি বিষয়ের উপর প্রশিক্ষণ নেয়।

প্রশিক্ষণ শিবিরের উদঘাটন করেন অসম প্রদেশের প্রান্ত সহ সংগঠন মন্ত্রী তুষার ভৌমিক। উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা প্রমুখ তথা রামকৃষনগর মহাবিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক দীপঙ্কর পাল, অসম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সঞ্জয় সিনহা, প্রান্ত খেলো ভারত আয়াম প্রমুখ আলোক গুপ্তা, রাজ্য কার্যকরী পরিষদের সদস্য রাজর্ষি দেব, করিমগঞ্জ জেলা সংযোজক সম্রাট দাস পুরকায়স্থ, বিভাগ ছাত্রী প্রমুখ মালবিকা নাথ প্রমুখ।

এবিভিপির দুই দিবসীয় প্রশিক্ষণ শিবির সম্পন্ন পাথারকান্দিতে

শিবিরের ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন করিমগঞ্জ সহ জেলা প্রমুখ বিভাষ রাজকুমার, রাজ্য কার্যনির্বাহী সদস্য সুরজ কুমার কানু তথা পাথারকান্দি এবং শিবেরগুল শাখার সক্রিয় কার্যকর্তারা। শেষে বন্দে মাতরমের মাধ্যমে শিবিরের সমাপ্তি হয়।

এবিভিপির দুই দিবসীয় প্রশিক্ষণ শিবির সম্পন্ন পাথারকান্দিতে

Author

Spread the News