ভাগাবাজার ইলিয়াস আলি এলপি স্কুলে পোশাক বিতরণ

বরাক তরঙ্গ, ২২ মে : নরসিংহপুর শিক্ষা খণ্ডের অধীন ১৭৪ নম্বর ভাগাবাজার ইলিয়াস আলি প্রাথমিক বিদ্যালয়ে সমগ্ৰ শিক্ষা মিশনের আর্থিক অনুদানে সরকারিভাবে বরাদ্দকৃত ছাত্রছাত্রীদের পোশাক বিতরণ করা হয়। ইতিমধ্যে রাজ্য জুড়ে শিক্ষাক্ষেত্রের উন্নতির জন্য  আসাম সরকার রাজ্যের প্রাথমিক স্কুল পড়ুয়াদের মধ্যে বিনামূল্যে পোশাক বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার  স্কুল পরিচালনা কমিটির সভাপতি আমির হোসেন লস্করের পৌরোহিত্যে এক অনুষ্ঠানের মাধ্যমে স্কুলের সকল ছাত্র ছাত্রীদের মধ্যে ইউনিফর্ম বিতরণ করা হয়।

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সভাপতি আমির হোসেন লস্কর বলেন, বর্তমান সরকার শিক্ষার বিকাশের সাথে সাথে ছাত্র ছাত্রীদের মৌলিক অধিকারের ক্ষেত্রে কাজ করছে। পড়ুয়ারা বিনামূল্যে পাঠ্য পুস্তক, মধ্যাহ্ন ভোজন, পোশাক, খেলাধুলার সরঞ্জাম সহ বিভিন্ন সুবিধা লাভ করে থাকে। তাছাড়া টেট পরিক্ষার মাধ্যমে শিক্ষক নিযুক্তি দেওয়ার ফলে শিক্ষায় আমূল পরিবর্তন হয়েছে। এতে সরকারি স্কুলে সঠিক অধ্যয়ন হচ্ছে বলে জানান তিনি। তবে পড়াশোনার মান আরও উন্নয়নের প্রয়োজনীয়তা রয়েছে বলে জানান তিনি। এছাড়াও বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য মইনুল হক লস্কর, এনাম হোসেন লস্কর, কমরুল ইসলাম বড়ভূইয়া এবং প্রধান শিক্ষক গোপীনাথ সিনহা। এছাড়া উপস্থিত ছিলেন স্কুল পরিচালন কমিটির সদস্যা ফরনা বেগম, সহকারী শিক্ষক শিক্ষিকা যথাক্রমে মমতাজ বেগম, শায়েক আহমেদ বড়লস্কর, প্রীতম দাস, নির্মল কৈরী, অবিনাশ দাস।

ভাগাবাজার ইলিয়াস আলি এলপি স্কুলে পোশাক বিতরণ
Spread the News
error: Content is protected !!