রামমন্দির : শিলচর শহরের স্বচ্ছতা অভিযানে সামিল দীপায়ন

বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : অযোধ্যার রামমন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে বিজেপি দলের নেতা-কর্মী ও বিভিন্ন বেসরকারি সামাজিক সংস্থার কর্মকর্তা সহ রামভক্তরা শিলচর শহরকে সাজিয়ে তোলার পাশাপাশি সাফাইয়ে হাত লাগিয়েছেন। গত কয়েকদিন থেকে গেরুয়া রঙের ধ্বজ ছড়িয়ে গেছে শিলচরের অলি-গলি। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর আহ্বানে শিলচরের ২৩টি বেসরকারি সামাজিক সংস্থার কর্মকর্তারা ঐক্যবদ্ধভাবে রাস্তার পরিস্কারের কাজে নেমেছেন।

রবিবার ক্যাপিটাল পয়েন্ট থেকে শুরু করে নাহাটা পয়েন্ট অবধি রাস্তার স্বচ্ছতা অভিযানের দায়িত্বে থাকা চারটি বেসরকারি সামাজিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বেলা ১১ টায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী স্বচ্ছতা অভিযানে যোগ দেন এবং সঙ্গে থাকা পথচারী সহ সাংবাদিকদের হাতে একটি করে শ্রীরাম মন্দিরের ছবিযুক্ত গেরুয়া ধ্বজ তুলে দেন। বিধায়ক দীপায়ন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশক্রমে সমগ্র বিশ্বের রামভক্তদের সঙ্গে শিলচরের রামভক্ত সহ শিলচরের বিজেপি দলের প্রত্যেক স্তরের নেতা-কর্মী সহ ২৩ টি বেসরকারি সামাজিক সংস্থার কর্মকর্তারা দিন-রাত কাজ করে যাচ্ছেন।

রামমন্দির : শিলচর শহরের স্বচ্ছতা অভিযানে সামিল দীপায়ন

আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরের উদ্বোধনীকে লক্ষ্য করে নিঃস্বার্থভাবে সবকয়টি মন্দির সহ অলি-গলির রাস্তায় স্বচ্ছতা অভিযান চলবে, যার জন্য তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। সেই সঙ্গে আগামী ২২ জানুয়ারি অবধি বেসরকারি সামাজিক সংস্থার কর্মকর্তাদের স্বচ্ছতা অভিযানের কাজ চলবে। তাদের মধ্যে যাদের নির্ধারিত করা এলাকাটি বিচারকদের মাধ্যমে সবচেয়ে বেশি স্বচ্ছতা করতে সক্ষম হয়েছে সেই সামাজিক সংস্থাকে ৫০ হাজার টাকার নগদ পুরস্কার ঘোষণা করা হবে বলে জানান বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এ দিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শান্তনু রায়, সঞ্জয় রায় সহ অন্যান্যরা।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।

Author

Spread the News