খেল মহারণ হিমন্ত বিশ্ব শর্মার এক ঐতিহাসিক পদক্ষেপ : দীপায়ন
বরাক তরঙ্গ, ৩১ অক্টোবর : রাজ্য রাজ্য সরকারের অনুষ্ঠিত হওয়া খেল মহারণ সম্পর্কে বিস্তারিত ভাবে তুলে ধরেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও কাছাড়ের ডিডিসি রাজীব রায় তুলে ধরেন এবং সাংবাদিকদের অনুরোধ জানান খেল মহারণের বিষয়ে প্রচারের জন্য। মঙ্গলবার শিলচর পুরসভার কনফারেন্স হলে এক সংবাদিক সম্মেলনে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, খেল মহারণের শিলচরের রেজিস্টেশন শেষ হয়েছে। আগামী ২ নভেম্বর থেকে খেলার সূচনা হবে এবং প্রায় দুই মাসব্যাপী চলবে। খেল মহারণ তিনটি পর্যায়ে প্রতিযোগিতা থাকবে জিপি লেভেল, বিধানসভা লেভেল ও শেষে রাজ্যস্তরে। এই মহারন প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৯ বছরের ছেলে-মেয়েরা কেবল কোকো ও ভলিবলে প্রতিযোগিরা অংশগ্রহণ করবেন এবং বাকিরা ফুটবল, ভলিবল কবাডি অ্যাটলেটিক্স অংশ গ্ৰহন করবেন। তিনি আরও বলেন, খেল মহারণের মাধ্যমে আসাম রাজ্যে লুকিয়ে থাকা খেলার প্রতিভা গুলোকে সামনে এনে,সেই খেলোয়াড়দের প্রতিভার বিকাশের জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। এই খেল মহারণের মাধ্যমে শহর থেকে গ্ৰামের ও গ্ৰামের রাজ্য পর্যায়ে নিজ-নিজ খেলার প্রতিভার তুলে ধরতে পারবেন এবং আগামী রাজ্য থেকে আরও বেশি সংখ্যক খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে খেলতে সক্ষম হবেন এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ অনুযায়ী এই খেল মহারণের বিধায়কদের মাসিক বেতন থেকে ১০ শতাংশ কর্তন করা হবে বলে জানান তিনি।
ডিডিসি রাজীব রায় বলেন, খেলার বিকাশের জন্য সরকারের সঙ্গে জেলাপ্রশাসনও কাজ করে যাচ্ছেন ও আগামীদিনে খেল মহারণে সর্বসাধারণের সহযোগিতা কামনা করেন। এ দিন শিলচরে চারটি জিপির উপস্থিত প্রতিনিধিদের মধ্যে বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড়ের ডিডিসি রাজীব রায়, শিলচর জেলা ক্রিয়া সংস্থার হকি সচিব সুদর্শন চৌধুরী ও সাধারণ সম্পাদক দেবাশিস সোম মোট ৩৩০টি জার্সি তুলে দেন। এ দিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশিস চক্রবর্তী, সুদীপা সিংহা, রথীন্দ্রনাথ সাহা, বাবু সিং, সুখেন সরকার, সত্যজিৎ দাস সহ আরও অন্যান্যরা।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।