নেতাজি মূর্তি রোটারির নির্মাণ কাজ পরিদর্শন দীপায়নের

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ ফেব্রুয়ারি : রাঙ্গিরখাড়িতে নেতাজি মূর্তি রোটারির চলমান নির্মাণ কাজ পরিদর্শন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বৃহস্পতিবার রাতে কাজ পরিদর্শন করে প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন এবং সময়মতো ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন।
পরিদর্শনকালে বিধায়ক সংশ্লিষ্ট আধিকারিক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতিকে সম্মান জানাতে এই রোটারির গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। তিনি নির্মাণকাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত কাজ শেষ করার জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন। বিধায়কের সঙ্গে স্থানীয় বাসিন্দা ও দলীয় কর্মীরাও উপস্থিত ছিলেন এবং শিলচরের উন্নয়ন প্রকল্পগুলোর তদারকির জন্য তার সক্রিয় ভূমিকার প্রশংসা করেন।

নেতাজি মূর্তি রোটারি সম্পন্ন হলে এটি রাঙ্গিরখাড়ি মোড়ের সৌন্দর্য বৃদ্ধি করবে এবং শহরের একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক হিসেবে গড়ে উঠবে। প্রশাসন প্রকল্পটি নির্ধারিত সময়সীমার মধ্যেই সম্পন্ন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যাতে এটি ভারতের অন্যতম শ্রদ্ধেয় স্বাধীনতা সংগ্রামীর প্রতি যথাযথ শ্রদ্ধাঞ্জলি হয়ে উঠতে পারে।এদিন উনার সঙ্গে ছিলেন মধ্য শহর শিলচরের সভাপতি হীরক চৌধুরী, শান্তনু রায়, সঞ্জয় রায় প্রমুখ।

নেতাজি মূর্তি রোটারির নির্মাণ কাজ পরিদর্শন দীপায়নের
নেতাজি মূর্তি রোটারির নির্মাণ কাজ পরিদর্শন দীপায়নের

Author

Spread the News