৩ ডিসেম্বর সর্বভারতীয় সিলেটি ফোরাম ট্রাস্টের বার্ষিক সম্মেলন শিলচরে
বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : সর্বভারতীয় সিলেটি ফোরাম ট্রাস্টের বার্ষিক সভা সিলেটি সম্মেলন-৩ হতে চলেছে আগামী ৩ ডিসেম্বর শিলচর শিবলিক পার্কের আয়ুষ্মান বিবাহ ভবনে। এতে উপস্থিত থাকবেন বরাক উপত্যকার বিভিন্ন জ্ঞানী গুণী জন ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোরামের অনেক কর্মকর্তারা। অনুষ্ঠান সম্পর্কে কথা বলতে গিয়ে বেঙ্গালুরু থেকে সংস্থার সভাপতি রত্নদীপ দাশ জানান, সমস্ত দিনব্যাপী এই অনুষ্ঠানে সমগ্র ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত ফোরামের সাংস্কৃতিক ও সামাজিক কর্মযজ্ঞের খতিয়ান তুলে ধরা হবে। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে থাকবে গুণীজন সংবর্ধনাও। অসম তথা উত্তরপূর্বাঞ্চলের বিশিষ্ট লেখক, বাগ্মী, বাংলা সাহিত্যসভা অসমের সাধারণ সম্পাদক, কটন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিষয়ের বিভাগীয় প্রধান ড. প্রশান্ত চক্রবর্তী এই অনুষ্ঠানে প্রধান অতিথির পদ অলংকৃত করবেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীদের মধ্যে রয়েছেন বিশ্বজিৎ রায়চৌধুরী, সুদীপ্তা ভট্টাচার্য, বিধান লস্কর এবং দলছুটের শিল্পীবৃন্দ।
এদিন এসবিএসএফ ট্রাস্টের পক্ষ থেকে বিশেষ সন্মান এ সন্মানিত করা হবে বরাকের গুণী নাট্যকার ও সংগীত শিল্পী সায়ন বিশ্বাস, সোশ্যাল মিডিয়া ইনফ্লুেন্সার কৃষ্ণকান্ত সিনহা এবং সামাজিক সংস্থা স্মাইল এনজিও-কে। একই সঙ্গে এদিন সিলেটি রত্ন সন্মান তুলে দেওয়া হবে করিমগঞ্জের নবীন এন্টারপ্রেনিয়র টিম করিমগঞ্জ নামক সংস্থার কর্ণধার হৃষিরাজ ভট্টাচার্যক।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।