রাজকোটের গেমিং জোনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত সংখ্যা বেড়ে ৩২
২৬ মে : রাজকোটের গেমিং জোনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা আরও বাড়ল। রবিবার সকালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২। মৃতদের মধ্যে ৯ জন শিশু। হাসপাতালে চিকিৎসাধীন অনেকেই। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছে গেমিং জোনের মালিক ও ম্যানেজার। সিট গঠন করে তদন্ত চলছে।
শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে গুজরাটের রাজকোটের টিআরপি গেমিং জোনে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি উদ্ধারকাজ শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট জানা যায়নি। তবে গেমিং জোন রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগ উঠেছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, এসির শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। তারপর দ্রুত তা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। গেমিং জোনে মাত্র একটি এক্সিট গেট ছিল। সপ্তাহান্তে বিশেষ অফার ছিল বলে বহু মানুষের সমাগম হয়েছিল। অগ্নিকাণ্ডের পর অনেকেই পালিয়ে বাইরে বেরোতে পারেনি।
দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা এবং আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী।