আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১২০

৮ অক্টোবর : ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়েই চলেছে আফগানিস্তানে। সংখ্যা বেড়ে ১২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১ হাজার মানুষ।

ভূমিকম্পে অনেক ভবন ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান মুসা আসহারি।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টা নাগাদ ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। ভূমিকম্পটির উৎসস্থল ছিল হিরাট থেকে ৪০ কিলোমিটার। প্রথম কম্পনের পর মোট ৭টি আফটার শক অনুভূত হয়েছে ওই এলাকায়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.৬ থেকে ৬.৩।

ভূমিকম্পের পর ভূমিধসের পাশাপাশি জনবসতিপূর্ণ এলাকার বহু বাড়ি ভেঙে পড়েছে। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। ছবি সংগৃহিত।

Author

Spread the News