দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্প, বাড়ছে মৃতের সংখ্যা

১৮ ডিসেম্বর : প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। রেড ক্রসের তরফে বুধবার সকালে এই তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার ভানুয়াতুর রাজধানী শহর পোর্টভিলাতে ৭.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

স্থানীয় সংবাদ মাধ্যম এর আগে জানিয়েছিল, বিপর্যয়ে সাতজনের মৃত্যু হয়েছে। কিন্তু উদ্ধারকাজ শুরুর পর ধ্বংসস্তূপের নীচের থেকে আরও দেহ উদ্ধার হয়। সরকারি মতে, শতাধিক মানুষ ভূমিকম্পে আহত হয়েছে। বহু ঘরবাড়ি ভেঙেছে। রাস্তাঘাট সহ অন্য পরিকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পোর্ট ভিলা কার্যত পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।

দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্প, বাড়ছে মৃতের সংখ্যা

বুধবার ভোরেও ৫.৫ রিখটারের একটি কম্পন সেখানে অনুভূত হয়েছে। পরে বেশ কয়েকটি আফটারশক এই অঞ্চলে আঘাত হানে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রেড ক্রসের প্রধান কেটি গ্রিনউড সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘২০০-রও বেশি মানুষ আহত হয়েছে।’ দেশটির বিদেশমন্ত্রী পেনি ওং মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বলেছেন, ‘ভূমিকম্পে পরিকাঠামোর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।’
খবর : উত্তরবঙ্গ সংবাদ, ছবি এবিসি পেসিফিক ফেসবুক পেজ থেকে নেওয়া।

Author

Spread the News