ভূমিকম্পে তছনছ তিব্বত, মৃত্যু ৩৬, বাড়ার আশঙ্কা
৭ জানুয়ারি : ভূমিকম্পে তিব্বতে এ পর্যন্ত অন্তত ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রবল কম্পনের কারণে পরপর বাড়িঘর ধসে গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আহতও প্রায় ৪০ এর কাছাকাছি। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। চলছে উদ্ধারকাজও।
মঙ্গলবার সকাল সাড়ে ছ’ টায় তীব্রতায় কেঁপে ওঠে নেপাল, তিব্বত, ভারত এবং চিনের বেশকিছু অংশ। জোরালো ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপালের লোবুচে থেকে ৯০ কিলোমিটার দূরে উত্তর-পূর্বে দিকে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৭.১। পরপর ৭ বার আফটার শক অনুভূত হয়। ভূমিকম্পের জেরে পুরো তছনছ হয়ে গিয়েছে তিব্বতের বিস্তীর্ণ অঞ্চল। ছবি সংগৃহিত।