বরপেটায় বজ্রপাতে মা ও মেয়ের মৃত্যু
বরাক তরঙ্গ, ৫ মে : বরপেটা জেলায় বজ্রপাতে নিহত হয়েছেন ৬০-বছরের এক মহিলা এবং তার ২০-বছরের কন্যা। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে। ঘটনায় পরিবারের আরেক ব্যক্তি আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থাও সঙ্কটজনক বলে জানা গেছে।
নিহত মহিলার নাম মোমিরুন নেসা ও তার কন্যা জ্যোৎস্না খাতুন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন দুপুরে তারা নিজেদের বাড়িতেই ছিলেন এবং তাদের বাড়িতে থাকা এক গাছে বজ্রপাত হয়। ঘটনায় তিনজন আহত হন এবং তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। পরিবারের আরেক সদস্য গুরুতরভাবে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্ষার শুরুতেই অসম সহ গোটা উত্তরপূর্বের প্রতিটি রাজ্যে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। তবে এবার বজ্রপাতের ঘটনা অনেক বেশি। সম্প্রতি কাছাড় জেলায়ও বজ্রপাতে কয়েকজন ব্যক্তি আহত হয়েছেন এবং কয়েকজন মারা গেছেন। রাজ্যের অন্যান্য জেলায়ও একই ধরনের ঘটনা চোখে পড়েছে। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে বারবার বলা হচ্ছে, তারা যেন এমন পরিস্থিতিতে নিজেদের সুরক্ষিত রাখেন। বিশেষ করে বৃষ্টিপাতের সময় তারা যেন বাড়ির বাইরে না যান।