ভারতের ব্যাটিং দেখার সময় হৃদরোগে আক্রান্ত, মৃত্যু
২০ নভেম্বর : ক্রিকেট ম্যাচ নিজের বাড়িতে বসে টিভিতে ভারতের ব্যাটিং দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সুকুমার ব্যন্দোপাধ্যায় নামে এক ক্রীড়া অনুরাগী। তিনি বেলডাঙার বড়ুয়া কলোনীর বাসিন্দা ছিলেন।বেলডাঙা জুড়ে শোকের ছায়া।
ভারত অষ্ট্রেলিয়া ম্যাচ ছিল টান টান উত্তেজনা। কিন্তু প্রিয় খেলোয়াড় রোহিত শর্মার আউট হতেই হতবাক সুকুমার বাবুর। আর তারপরেই পরিবারে নেমে এল শোকের পরিবেশ।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, রবিবার নিজের বাড়িতেই পরিবারের লোকেদের সঙ্গে ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচ দেখছিলেন ষাটোর্ধ্ব সুকুমার বন্দ্যোপাধ্যায়। খেলা দেখতে দেখতেই অসুস্থ হয়ে পরে মৃত্যু হয় তাঁর। পরিবার সূত্রে খবর, ভারতের অধিনায়ক রোহিত শর্মা আউট হওয়ার পর থেকেই ঘামতে শুরু করেছিলেন বৃদ্ধ।
তার পর ভীষণ ভাবে অস্থির হয়ে পড়ছিলেন একের পর এক উইকেট পড়তে থাকায়। বিরাট আউট হতেই তিনি উঠে ছাদে চলে যান। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে প্রথমে বেলডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সা চলাকালীনই মৃত্যু হয় সুকুমারের।