শিলচর বাইপাসে বেপরোয়া লরির ধাক্কায় আহত এপিডিসিএল কর্মীর মৃত্যু, শোক

বরাক তরঙ্গ, ৪ মার্চ : শিলচর রামনগর বাইপাসে সিঙ্গারিতে এক যুবককে ধাক্কা মেরে পালাল বেপরোয়া গাড়ি। আর ভয়ঙ্কর এই সড়ক দুর্ঘটনায় তরতাজা এক যুবক প্রাণ হারালেন। মৃত যুবক এপিডিসিএলের (APDCL) কর্মী পূর্ণেন্দু দাস (৩৩)। হত যুবক বাড়ি বাইপাস সংলগ্ন আঠালকান্দি এলাকার বাসিন্দা। ঘটনার পর আশপাশ এলাকার লোকজন আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গাড়ির ধাক্কায় মাথার পেছনে গুরুতর আঘাত লেগেছে পূর্ণেন্দু দাসের।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যারাত সাড়ে ৬ টা নাগাদ সিমেন্ট বোঝাই একটি গাড়ি ঝড়ের গতিতে রামনগর থেকে বাইপাস হয়ে ঘুংঘুর দিকে যাচ্ছিল। গাড়িটি তাকে সজোরে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন তিনি। মৃতের বড় ভাই পৃর্থীশ রঞ্জন দাস জানান, খবর পেয়ে তাঁরা মেডিক্যালে ছুটে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। রাত বারোটা নাগাদ ছোট ভাই শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ভাইর আকষ্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি। তাই ঘাতক গাড়িটি কি ছিল, তা জানতে পারেননি। ছোট ভাইয়ের চাকরির পাঁচ বছর হয়েছিল। পরিবারের পক্ষ থেকে তাঁর বিয়ের ব্যবস্থা নেওয়া হয়েছিল। দু-এক মেয়ে দেখাও হয়েছে। কিন্তু সন্ধ্যা ঘর থেকে বেরিয়ে ভাই  সশরীরে ফিরে আসেনি।

এদিকে শুক্রবার শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আর মৃতদেহ বাড়িতে পৌঁছর পর শোকাকুল পরিবেশের সৃষ্টি হয়। মা-বাবা, ভাই বোন সহ আত্মীয় স্বজন কান্নায় ভেঙে পড়েন। পরে শিলচর শশ্মান ঘাটে যুবকের শেষকৃত্য সম্পন্ন করা হয়। এদিন স্থানীয় নাগরিক সত্যলাল দাস জানান, বাইপাস মরনফাঁদে পরিণত হয়েছে। দিনরাত অজস্র যানবাহন চলাচল করে। সকাল থেকেই বাইপাসে পরিবহন আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাইক, অটো, লরি, টিপার ইত্যাদির দৌরাত্ম। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে এব্যাপারে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

Author

Spread the News