২০ হাজার ফুট উচ্চতায় কারাকোরাম পর্বতে অগ্নিবীর জওয়ানের মৃত্যু

২২ অক্টোবর : সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ২০ হাজার ফুট। বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র বলে পরিচিত সিয়াচেনে মৃত্যু হল ভারতীয় সেনার এক অগ্নিবীর জওয়ানের। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে প্রচণ্ড ঠাণ্ডায় মৃত্যু হয়েছে বলে সূত্রে জানা গেছে। মৃত জওয়ানের নাম গাওয়াতে অক্ষয় লক্ষণ৷ তিনি মহারাষ্ট্রের বাসিন্দা৷ সিয়াচেন হিমবাহ উত্তর ভারতের কারাকোরাম পর্বতে মৃত্যু হয়। ভারতীয় সেনার লেহ হেডকোয়ার্টারের তরফ থেকে রবিবার এই খবর জানানো হয়েছে ৷

এই অগ্নিবীর জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে৷ সেনার অন্যান্য ব্যাটেলিয়নের তরফ থেকেও এই অগ্নিবীরের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে৷ সিয়াচেন গ্লেসিয়ারের উচ্চতম স্থানে দেশের প্রহরায় মোতায়েন ছিলেন গাওয়াতে অক্ষয় লক্ষণ নামের এই অগ্নিবীর জওয়ান ৷

সেনা বাহিনীর ফায়ার অ্যান্ড ফিউরি বিভাগে কর্মরত ছিলেন গাওয়াতে অক্ষয় লক্ষণ। ভারতীয় সেনার ফায়ার অ্যান্ড ফিউরি বিভাগের তরফে গাওয়াতে অক্ষয় লক্ষণ নামের এই অগ্নিবীরের মৃত্যুতে সোশাল মিডিয়ায় এক শোকবার্তায় লেখা হয়েছে,”ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস বিভাগের সব পদাধিকারীর তরফ থেকে তাঁর এই বলিদানের জন্য অগ্নিবীর গাওয়াতে অক্ষয় লক্ষণকে সেলুট জানানো হচ্ছে, তাঁর পরিবারের প্রতিও আমাদের গভীর সমবেদনা রইল।”

Author

Spread the News