বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত্যু আইনজীবীর
বরাক তরঙ্গ, ৮ এপ্রিল : হৃদয়বিদারক ঘটনা। বিধ্বংসী আগুনে পুড়ে মৃত্যু ঘটল এক আইনজীবীর। আইনজীবী বিকাশ শর্মা ঘুমন্ত অবস্থায় তিনি মারা যান। মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয় মঙ্গলবার সকালে তেজপুরের বারহালিয়ায়।
অগ্নিকাণ্ডে আইনজীবী শর্মার বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ভাগ্যক্রমে প্রাণ রক্ষা হয় আইনজীবীর বড় বোনের। অগ্নিনির্বাপক বাহিনী পৌঁছার আগেই আগুনে পুড়ে যান বিকাশ শর্মা। অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যায়নি। তবে রহস্যজনক বিষশ হল এই ঘরে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
