শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রাথমিক স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করা হোক

বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি, সোমবার,
কেন্দ্র ও রাজ্য সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢালাও ভাবে সাজিয়ে তুললেও আজও বহু স্কুলে শিক্ষকের অভাবে পড়াশোনা লাটে উঠেছে। নয়া জাতীয় শিক্ষানীতি-২০২০ বাস্তবায়নসহ পাস ফেল প্রথা পুনরায় বহাল রেখে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ভিত মজবুত করতে পদক্ষেপ করছে রাজ্য ও কেন্দ্র সরকার। কিন্তু ইতিমধ্যে উদ্বেগজনক এক তথ্য বেরিয়ে আসে। কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্রে চলছে শিক্ষক শূন্য স্কুল। শুধু কাছাড় জেলায় নয় বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চলেও এমন স্কুল রয়েছে। এছাড়াও একজন শিক্ষক থাকা বহু স্কুল রয়েছে। এই পরিকাঠামোতে  প্রাথমিক স্তরে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ঘটানো কষ্টকর হয়ে দাঁড়াবে। তাই এইসব স্কলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করে শিক্ষার পরিবেশ গড়ে তুলতে হবে।

সম্প্রতি এ বিষয়ে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ রাজ্যের শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগুর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি কাটিগড়া অঞ্চলের পাঁচটি শিক্ষকহীন স্কুলসহ একজন শিক্ষক থাকা স্কুলের সুরাহা নিয়ে দ্বারস্থ হন শিক্ষামন্ত্রীর। এতেই শিক্ষকহীন স্কুলের তথ্য প্রকাশ পায়। রাজ্যের প্রতিটি স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ না করে নয়া জাতীয় শিক্ষানীতি এবং পাস ফেল প্রথা চালু করলেও শিক্ষার মান বৃদ্ধির সরকারের যে লক্ষ্য তা বৃথায় যাবে।

Author

Spread the News