দামছড়া পুলিশের হাতে গাঁজা সহ আটক দুই মহিলা

বরাক তরঙ্গ, ১৩ জুন : এবার নেশা, পাচারকার্যে জড়িত পাচারকারীরা অসম-ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি রুট বদল ক‌রে গাঁজা পাচার কর‌তে গি‌য়ে দুই মহিলা পাচারকারী ধরা পড়লো উত্তর ত্রিপুরা-অসম-মিজোরাম ত্রিপুরা সীমান্তের দামছড়া থানার পুলিশের হাতে। বৃহস্পতিবার দুপুরে উত্তর ত্রিপুরা জেলার দামছড়ার পূর্ব নরেন্দ্রনগর পুলিশের চেকিং গেট পার হওয়ার সময় দু’জন মহিলাকে সন্দেহজনক ভাবে আটক করে কর্তব‌্যরত পুলিশ। প‌রে তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে দশটি প্যাকেটে মোট ৩০ কিলো গাঁজা বাজেয়াপ্ত করা হয়। যার কা‌লোবাজারী মূল্য তিন লক্ষাধিক টাকার মত হবে। দুই মহিলা এ‌দিন আগরতলা থেকে ট্রেনে চেপে চুরাইবা‌ড়ি পু‌লি‌শের ভ‌য়ে রুট বদল ক‌রে পানিসাগর স্টেশনে পৌ‌ছে দামছড়া হ‌য়ে ফাঁড়ি প‌থে বালিপিপলা দামছাড়া সড়ক দিয়ে রাঙ্গামাটি বাজা‌রিছড়া হ‌য়ে অসম হয়ে বিহা‌র ও প‌শ্চিমব‌ঙ্গে যাবার মতল‌বে ছিল ব‌লে পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে।

অভিযুক্ত দুই মহিলার একজন বিহার রাজ্যের বৈশালী জেলার বাসিন্দা আজমিরি বেগম এবং অপরজন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার আলমবাজারস্থিত বরানগরের বাসিন্দা সালিনি দাস। ধৃতদের বিরুদ্ধে পু‌লিশ এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু ক‌রে‌ছে। তা‌দের‌ শুক্রবার ধর্মনগর সি‌জেএম আদাল‌তে সোপর্দ করা হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন দামছড়া থানার ওসি সঞ্জয় মজুমদার।

Author

Spread the News