দক্ষিণ পাথারকান্দি সবর্জনীন দুর্গাপূজা কমিটির ৫০ বছর পূর্তিতে থাকছে চমক
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : পঞ্চাশ বছরে পাড়ি দিল দক্ষিণ পাথারকান্দি পুজো। ৫০ বছর পূর্তি উপলক্ষে এবার চমক দিতে প্রস্তুতি নিচ্ছে আয়োজকরা। আলোকসজ্জার সহ ইসকনের আদলে মণ্ডপ নির্মাণ করছে দক্ষিণ পাথারকান্দি সবর্জনীন দুর্গাপূজা কমিটি। এবার পুজোয় থাকছে একাধিক চমক। মাস দুয়েক থেকেই প্রায় কুড়ি লক্ষ টাকার বাজেটের এই পুজোর আয়োজন শুরু করেছে কমিটি। স্থানীয় শিল্পীদের শৈল্পিক ছোঁয়ায় ইসকন মন্দিরের আদলে গড়ে উঠছে বিশাল মণ্ডপ। ষষ্ঠীর সন্ধ্যায় স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালের হাত দিয়ে আনুষ্ঠানিকভাবে এই মণ্ডপের উদ্বোধন হবে।
পুজো কমিটির সভাপতি সুব্রত পুরকায়স্থ জানান, পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে তাঁদের এবারের এই পুজোয় বিশেষ আকর্ষণ কলকাতার চন্দন নগরের আলোক শিল্পীর তত্বাবোধনে থাকবে রকমারি আলোর নকশা। মণ্ডপ থেকে প্রায় একশো মিটার পর্যন্ত হরেক রকম আলোর ফুলঝুড়ি। এই পুজোয় চিন্ময়ী মায়ের মৃন্ময়ী রূপ দিচ্ছেন করিমগঞ্জের রূপ শিল্পালয়। ষষ্ঠী থেকে নবমীর রাত পর্যন্ত দর্শনার্থীদের ভিড় এড়াতে স্বেচ্ছাসেবক নিয়োগ করবে। সপ্তমী থেকে নবমী তিথিতে থাকবে মহাপ্রসাদ বিতরণ। সেইসঙ্গে দশমীতে বিসর্জনেও আলাদা চমক থাকবে বলে জানালেন কমিটির অন্যতম সদস্য বিকি দাস সহ অন্যান্যরা।

