ড্যাফোডিলস স্কুলের বার্ষিক অনুষ্ঠান সাড়ম্বরে পালন

বরাক তরঙ্গ, ১৩ ফেব্রুয়ারি : কাছাড় জেলার তারিনিপুর জিপির অন্তর্গত নিজ ফুলবাড়ি প্রথম খণ্ডে গোল্ডেন ড্যাফোডিলস স্কুলের বার্ষিক অনুষ্ঠান সাড়ম্বরে পালন করা হয়। এ উপলক্ষে সোমবার দুপুরে স্কুল ক্যাম্পাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমদ চৌধুরী, তাছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী কমর উদ্দিন চৌধুরী। শুরুতে অনুষ্ঠানের অতিথিরা লাল ফিতা কেটে বার্ষিক অনুষ্ঠানের সূচনা করেন। এসময় উপস্থিত ছিলেন আজিমুল ইসলাম বড়ভূইয়া, পরিচালন কমিটির সভাপতি হায়দর হুসেন বড়ভূইয়া, এমডি গুলজার হুসেন বড়ভূইয়া সহ অন্যরা।
প্রতিযোগিতার আমলে পিছিয়ে পড়া এলাকায় এধরনের একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যা ছাত্রছাত্রীদের সঠিক পথ দেখাচ্ছে তাই গোল্ডেন ডেফোডিলস স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামোগত উন্নয়নের জন্য বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের সাথে আলাপ করে সহায়তার আশ্বাস প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হুসেন আহমদ চৌধুরী। আগামীতে এলাকার একটি মডেল স্কুল হিসেবে উঠে আসবে এই স্কুল, এমন আশা ব্যক্ত করেন তিনি।

ড্যাফোডিলস স্কুলের বার্ষিক অনুষ্ঠান সাড়ম্বরে পালন

আইনজীবী কমর উদ্দিন চৌধুরী তার বক্তব্যে শিক্ষা ছাড়া সমাজ উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেন। তিনিও স্কুলের উন্নতি কল্পে যা যা করণীয় করবেন বলে আশ্বাস প্রদান করেন। এমডি গুলজার হুসেন বড়ভূঁইয়া স্কুলের শ্রীবৃদ্ধির জন্য এলাকার জনগণের সহযোগিতা কামনা করেন। এদিনের বার্ষিক অনুষ্ঠানে নৃত্য, আবৃত্তি, সঙ্গীত প্রদর্শন করে স্কুলের পড়ুয়ারা। পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের পুরষ্কার প্রদানও করা হয়েছে এদিন। এদিনের অনুষ্ঠানে তারিণীপুর জিপির এপি সদস্য মতিউর রহমান মজুমদার, নান্টু দাস সহ অভিভাবক এবং কচিকাঁচা পড়ুয়ারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক : অনিতা পাল,কাটিগড়া।

Author

Spread the News