দাবদাহে গরমে মন্ত্রীর কম্বল বণ্টন, চক্ষু চড়কগাছ
৯ এপ্রিল : ৪০ ডিগ্রিতে পুড়ছে গোটা রাজ্য। জারি তাপপ্রবাহের সতর্কতাও। তার মধ্যেই গরিব, দুঃস্থদের কম্বল বিতরণ করলেন বিহারের মন্ত্রী। গরমের মধ্যেই সেই অনুষ্ঠানে হাজির শ’য়ে শ’য়ে মানুষ। কিন্তু মন্ত্রীর এহেন কীর্তিতে চক্ষু চড়কগাছ রাজ্যের বাসিন্দাদের। এমনকী নেটিজেনরাও তীব্র সমালোচনা করলেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বিহারের বাছওয়াড়া বিধানসভার অন্তর্গত আহিয়াপুর গ্রামে। ভারতীয় জনতা পার্টির ৪৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিহারের ক্রীড়ামন্ত্রী সুরেন্দ্র মেহতা দুঃস্থদের কম্বল বিতরণ করেন। সেই অনুষ্ঠানের ছবি তিনি নিজেই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা ছড়িয়ে পড়তেই শোরগোল।
খোদ ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস ধুমধাম করে পালিত হয়ে আহিয়াপুর গ্রামে। গোবিন্দপুর-২ পঞ্চায়েতের এই গ্রামে বাসিন্দাদের কম্বল বিতরণ করা হয়। জানা গেছে, কমপক্ষে ৫০০ জনের হাতে কম্বল তুলে দিয়েছেন তিনি। একাধিক ছবিতে গ্রামবাসীদের কম্বল হাতে অনুষ্ঠানে দেখা গিয়েছে। সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন স্থানীয় একাধিক বিজেপি নেতা।

ছবিগুলো হু-হু করে ছড়িয়ে পড়তেই বিরোধীরা কটাক্ষ করেন। তাঁদের দাবি, ২৫ ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে কম্বল বিতরণ করলে গ্রামবাসীরা বেশি উপকৃত হতেন। শুধুমাত্র ভোট পাওয়ার লোভে, তীব্র তাপপ্রবাহে কম্বল বিতরণ করছেন মন্ত্রী। সাধারণ মানুষকে বোকা বানাতেই মন্ত্রী এমন উদ্যোগ নিয়েছেন বলে কটাক্ষ করেছেন অনেকে।
খবর : আজকাল ডট ইন।