মাসের শেষের দিকেই আছড়ে পড়তে পারে সাইক্লোন রিমাল

১৪ মে : ধেয়ে আসছে আমফানের চেয়েও শক্তিশালী সাইক্লোন রিমাল (Cyclone Remal)! মে মাসের শেষের দিকেই আছড়ে পড়তে পারে এই বড় ঘূর্ণিঝড়। আগামী ২০ তারিখ থেকে যার গতিপথ স্পষ্ট হতে শুরু করবে।

সাইক্লোন রিমাল ২৪ মে সমুদ্রপৃষ্ঠ থেকে শক্তি সঞ্চয় করে অতি ভারী সাইক্লোনের আকার নিয়ে পশ্চিমবঙ্গের উপকূলে অথবা বাংলাদেশের ভূ-ভাগে আছে পড়তে চলেছে। তবে আগামী সপ্তাহের আগে এই রিমালের সম্পর্কে বিশেষ কোন তথ্য মিলবে না। আশঙ্কা করা হচ্ছে ঘণ্টায় প্রায় ১০০ থেকে ১১০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে। আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে চলতি মে মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে মাসের দ্বিতীয়ার্ধে যা নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।

Author

Spread the News