সিইউইটি : করিমগঞ্জ ও হাইলাকান্দিতেও স্মারকপত্র প্রদান

বরাক তরঙ্গ, ২০ মে : সিইউইটি (কমন ইউনির্ভাসিটি এন্ট্রাস টেস্ট) পরীক্ষার বাংলা ও পরিবেশ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা কেন্দ্র বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের জন্য বরাক উপত্যকায় করার দাবিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সির চেয়ারম্যানের কাছে জেলাশাসক মারফত স্মারকপত্র প্রদান করে এআইডিএসও’র করিমগঞ্জ জেলা কমিটি ও হাইলাকান্দি ইউনিট।

স্মারকপত্রে বলা হয় সিইউইটি পরীক্ষার বাংলা ও পরিবেশ বিজ্ঞান বিষয়ের পরীক্ষার সেন্টার বরাক উপত্যকায় নেই। অথচ আসাম রাজ্যে স্নাতক স্তরে আসাম বিশ্ববিদ্যালয়ের অনুমোদন প্রাপ্ত বেশিরভাগ কলেজে বাংলা বিষয় রয়েছে। এই বিষয়ে অবহিত থাকা সত্ত্বেও কিভাবে ও কিসের ভিত্তিতে বাংলা বিষয়ের পরীক্ষা বরাক উপত্যকার বাইরে যথাক্রমে গুয়াহাটি, তেজপুর, যোরহাট, শিলং, আইজল ইত্যাদি স্থানে গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। এরফলে বরাক উপত্যকার ছাত্র ছাত্রীদের প্রায় চার-পাঁচশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে সে সব স্থানে পৌঁছতে হবে এবং থাকা খাওয়া বাবদ যথেষ্ট ব্যয় করতে হবে। বরাক উপত্যকার ছাত্র ছাত্রীদের অভিভাবকদের আর্থিক অবস্থা এমনিতেই খুব ভালো নয় তার উপর শুধুমাত্র কলেজে ভর্তির জন্য যে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে তাতে আগামীতে অনেকের পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হবে না।

সিইউইটি : করিমগঞ্জ ও হাইলাকান্দিতেও স্মারকপত্র প্রদান

এ দিকে, ন্যাশনাল টেস্টিং এজেন্সির চেয়ারম্যানের কাছে জেলা অতিরিক্ত জেলাশাসক আনিস রসুল মজুমদার মারফত স্মারকপত্র প্রদান করে এআইডিএসও’র করিমগঞ্জ জেলা কমিটি। সংগঠনের জেলা সম্পাদিকা সঞ্চিতা শুক্ল বক্তব্য রাখেন।

Author

Spread the News