একে অপরকে জেলে পাঠাচ্ছেন সোনাইয়ের বর্তমান ও প্রাক্তন বিধায়কেরা

বরাক তরঙ্গ, ১২ এপ্রিল : সোনাইয়ের প্রাক্তন এবং বর্তমান বিধায়কের মধ্যে চলছে বাক্যবাণ। বৃহস্পতিবার দলের মতবিনিময় সভায় বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া ইঙ্গিতে বলেন ‘ডাকাত’ জেলে যাওয়া ফাইনাল। শুক্রবার প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সাংবাদিক বৈঠক করে বলেন, বর্তমান বিধায়ককে জেলে যেতে হবে। এভাবেই চলছে একে অপরকে জেলে পাঠাচ্ছেন। আমিনুল হক বলেন সার্টিফিকেটের মামলা সুপ্রিম কোর্টে পৌঁছালে গত ১৯ মার্চ এক শুনানি হয় এবং বলা হয় ঐদিন দুপক্ষেই লিখিত জবানবন্দি দিতে হবে। সেই মতে ৮ এপ্রিল সুপ্রিম কোর্ট রায়দান করে কিন্তু এর আগেই অর্থাৎ ২৯ মার্চ বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া ফেসবুকে জয়ের কথা উল্লেখ করে একটি পোস্ট করেছেন। এতে সুপ্রিমকোর্টকে অবমাননা করা হয়েছে। ৮ এপ্রিল সুপ্রিম কোর্টের অবমাননার অভিযোগ এনে আরও একটি রিট দাখিল করেন তিনি। লস্কর জানান, কোর্টের রায়ের আগে নিজে রায় ঘোষণা করে প্রকাশ করা এই প্রথম করিম উদ্দিন। রিট দাখিলের পর সশরীরে কোর্টে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। বলেন, হয়তো এদিনই গ্রেফতার হয়ে তিহার জেলে ছয় মাস কাটাতে পারেন।

প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, যদি তাঁর বিরুদ্ধে মানহানি মামলা করেন তাহলে তিনি বুঝতে পারবেন যে সার্টিফিকেটগুলো সঠিক। আর যদি মানহানি মামলা করেন না তাহলে গোটা অসমবাসী ধরে নেবেন সার্টিফিকেটগুলো ভুয়া। পাশাপাশি তিনি মামলার পরিপেক্ষিতেও ভুয়ো সার্টিফিকেটগুলো কোর্টে তুলে ধরতে পারবেন বলেও জানান।

Author

Spread the News