খুঁটি পুজো সহ সাংস্কৃতিক অনুষ্ঠান দক্ষিণ অম্বিকাপুর শ্মশানরোড দুর্গাপূজা কমিটির

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ জুলাই : প্রতি বছরের ন্যায় এবারও শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ভব্য মণ্ডপ ও আলোকসজ্জার মাধ্যমে শহরবাসীর মধ্যে চমক সৃষ্টি করার পরিকল্পনা হাতে নিয়েছে দক্ষিণ অম্বিকাপুর শ্মশানরোড দুর্গাপূজা কমিটি।রবিবার মনমাতানো সাংস্কৃতিক সহ খুঁটি পূজোর মাধ্যমে শারদ উৎসবের আনুষ্ঠানিক সূচনা করলেন কমিটির কর্মকর্তারা।

এদিন বৈদিক মন্ত্র উচ্চারণের পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে মণ্ডপের খুঁটি পূজোর আয়োজন করা হয়। শারদীয়া দুর্গোৎসবের প্রস্তুতি সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে উদ্যোক্তারা জানান,এবার ৭০ বছরে পাড়ি দিয়েছে “দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড দুর্গা পূজা কমিটি”।ফলে পূজো  জাঁকজমকপূর্ণ আয়োজনে কোন ধরনের ত্রুটি রাখতে চাইছেন না তাঁরা। কমিটির ৭০বছর পূর্তি উপলক্ষে এবার হোয়াইট হাউসের আদলে মণ্ডপ তৈরি করে দর্শকদের মধ্যে চমক সৃষ্টি করার পাশাপাশি আকর্ষণীয় আলোকসজ্জা বরাক উপত্যকাবাসীকে উপহার দেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।ডাক বাঙলার অনুকরণে নির্মিত হবে দেবী দুর্গার প্রতিমা। পুজোর তিনদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ মহাপ্রসাদ বিতরণ। ভক্তরা অবাধে প্রবেশ করে মণ্ডপ সজ্জা সহ দেবীকে দর্শন করতে পারবেন।

বিসর্জনের পরদিন সম্পূর্ণ বাঙালি আনায় ঢাক-ঢোল সহ বর্ণাট্য কার্যসুচির মাধ্যমে দেবী দুর্গার প্রতিমা নিয়ে শহর পরিক্রমা করে সদরঘাটে মূর্তি বিসর্জন করার প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে।তিন দিনের পূজানুষ্ঠানকে আকর্ষণীয় করে তুলতে স্থানীয় ঢাকির দল প্রতিদিন মণ্ডপে উপস্থিত থেকে তাঁদের কলা-কৌশল প্রদর্শন করবেন। ভিড় এড়াতে কমিটির ভোলানটিয়াদের মণ্ডপে নিযুক্ত করার পাশাপাশি স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে বলেও এদিন জানিয়েছেন কমিটির কর্মকর্তারা। শারদীয়া দুর্গাপূজাকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন উদ্যোক্তারা।

Spread the News
error: Content is protected !!