বিশ্ব পরিবেশ দিবসে সাংস্কৃতিক সিআরপিএফ ক্যাম্পে
বরাক তরঙ্গ, ৬ জুন : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কাশীপুরন১৪৭ নং সিআরপিএফ ক্যাম্পে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিনের অনুষ্ঠানে স্থানীয় দু’টি স্কুলের শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা ও সঙ্গে সিআরপিএফ ক্যাম্পে থাকা জওয়ানরা পরিবেশ সম্পর্কিত গান ও নৃত্য পরিবেশন করেন।
কাশিপুর ১৪৭ নং সি আর পি এফ ক্যাম্পের কমান্ডেন্ট ব্রোনো. এলবার্ট বলেন,প্রকৃতি আমাদের মা। আর মায়ের খেয়াল রাখার দায়িত্বও তো সন্তানদের অর্থাৎ আমাদের। আর মা ভাল থাকলেই তো তাঁর সন্তানও ভাল থাকবে। তাই প্রকৃতি মা-কে ভাল রাখতে গেলে আপনিও কিছু করুন।তিনি আর বলেন, ২০২৩ সালের ১৫ আগস্ট থেকে প্রতি মাসে একটি করে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে থাকেন এই অঞ্চলের স্কুলের ছাত্র-ছাত্রী সহ শিক্ষক ও অভিভাবক নিয়ে। প্রকৃতি ও পরিবেশ রক্ষার জন্য এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে এবং আগামীতে তা অব্যাহত থাকবে।
এ দিনের অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের হাতে একটি করে উপহার তুলে দেন তিনি এবং সঙ্গে উপস্থিত ছিলেন আইসি রবি মিশ্র, কমান্ডেন্ট আর. কে যাদব, অ্যাসিস্টেন্ট কমান্ডেন্ট কুন্দন কুমার, ইন্সপেক্টর পিনাকী চক্রবর্তী সহ অন্যান্যরা।