ছটপূজায় পানিভরা ক্লেভার হাউস এলাকায় শালেঙ্গা নদীতে উপচে পড়া ভিড়
বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : প্রতি বছরের ন্যায় এ বছরও ধলাইয়ের পানিভরা ক্লেভার হাউস এলাকায় শালেঙ্গা নদীর পারে ছট পূজার অনুষ্ঠিত হয়। ছট পূজাকে কেন্দ্র করে ঘাট সাজিয়ে তোলা হয়। রবিবার অস্তগামী সূর্য দেবতাকে পুজো দেন মহিলা ও পুরুষরা। সূর্যদেবের কাছে তারা পারিবারিক সুখ, সমৃদ্ধি জন্য পূজার্চনা করেন। পুজোকে কেন্দ্র করে ঘাটে প্রায় ১০ হাজার লোকের সমাগম ঘটে।
এবছর ঘাটে আয়োজিত পুজোয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, মধ্য ধলাই জেলা পরিষদ সদস্য ভূষণ পাল, জিপি সভাপতি কমল প্রসাদ কেওয়াট, যুব মোর্চা কর্মী মুন্না কুর্মী, শ্রীধন কুর্মী, মুক্তালাল ভট্টাচার্য, আয়োজক কমিটি সভাপতি বিক্রম কানু, সহসভাপতি রামাধা রবিদাস, সম্পাদক ধনঞ্জয় কানু, রামেশ্বর কানু, বিমল প্রসাদ কৈরী, অজয় কেওয়াট, বলরাম কুর্মী, লালবাহাদুর কুর্মী প্রমুখ।
বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এখানে উপস্থিত হয়ে পুজোর আনন্দ নিতে পেরেছেন। ঘাটে লোকে সমাগম দেখে তিনি উৎফুল্ল হয়ে ওঠেন। এত লোকের সমাগম ঘটে তিনি ভাবতেও পারেননি। বিমলেন্দু রায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।