সিপিএম নেতা গুলিবিদ্ধ

১২ সেপ্টেম্বর : পশ্চিম বর্ধমানের অন্ডালে চলল গুলি। গুলিবিদ্ধ হলেন স্থানীয় সিপিএম নেতা বুদ্ধদেব সরকার। সোমবার রাতে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ‌‌তাঁকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পিছনে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে দাবি স্থানীয়দের।  প্রসঙ্গত, খান্দরা পঞ্চায়েতের তিন জন সিপিএম সদস্যর সমর্থনে তৃণমূলের প্রস্তাবিত আশিস ভট্টাচার্যকে ভোটের মাধ্যমে হারিয়ে দিয়ে গণেশ বাদ্যকরকে উপপ্রধান করে দেওয়া হয়েছে। পরে দল গণেশকে অন্ডাল ব্লকের যুব সভাপতির পদ থেকে সরিয়ে দেয়।

অভিযোগ, পুরো ঘটনার নেপথ্যে ছিলেন সিপিএম নেতা বুদ্ধদেব সরকার। বর্তমানে রানিগঞ্জের বল্লভপুর পঞ্চায়েতের সহায়ক পদে কর্মরত বুদ্ধদেব সরকার। স্থানীয়দের দাবি, খান্দরা পঞ্চায়েতে যারাই থাকুক, লাগাম নাকি থাকত বুদ্ধদেববাবুর হাতেই। সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ সিদুলিতে খান্দরা পঞ্চায়েত থেকে বাইকে খান্দরায় নিজের বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন তিনি। সিপিএম নেতাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চলে বলে পুলিশ সূত্রে খবর। বুদ্ধদেববাবুর বা কাঁধে একটি গুলি লাগে। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে দুর্গাপুরের সিটি সেন্টারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। অন্ডাল থানার পুলিশ ঘটনার তদন্ত করছে।  

Author

Spread the News