হিসেবে পাল্টাচ্ছে সিপিএম, নাগাল্যান্ডে বিজেপি জোট

বরাক তরঙ্গ, ২ মার্চ : ত্রিপুরায় হিসেবে পাল্টাচ্ছে সিপিএম। এগোচ্ছে সিপিএম। বিজেপি অনেকটা এগিয়ে গেলেও তৃতীয় রাউন্ডের শেষে বিরাট প্রত্যাবর্তন ঘটাল সিপিএম। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ত্রিপুরায় ২৪টি আসনে এগিয়ে গিয়েছে বামেরা। ২২টি আসনে এগিয়ে গিয়েছে বিজেপি। এখনও খাতা খুলতে পারেনি কংগ্রেস। ১৩টি আসনে এগিয়ে রয়েছে তিপ্ৰো মথা। ১টি আসনে এগিয়ে রয়েছে অন্যান্যরা। ফলাফল ফের পাল্টে যেতে পারে।

এ দিকে, প্রত্যাশা মতোই নাগাল্যান্ডে সরকার গড়তে চলেছে বিজেপি ও এনডিপিপি জোট। তৃতীয় রাউন্ডের গণনা শেষে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যের বিধানসভা নির্বাচনে এখনও পর্যন্ত ২০টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ২২টি আসনে এগিয়ে রয়েছে এনডিপিপি। অন্যদিকে তিনটি আসনে এগিয়ে রয়েছে এনপিএফ। ১৫টি আসনে এগিয়ে রয়েছে অন্যান্যরা। এই ফলাফলে উচ্ছ্বসিত গেরুয়া শিবির।

Author

Spread the News