ক্ষমতা লাভে সব কিছু করতে প্রস্তুত সিপিএম-কং, সাবধান থাকতে বললেন প্রধানমন্ত্রী

বরাক তরঙ্গ, ১৩ ফেব্রুয়ারি : কংগ্রেস কর্মীদের হত্যা করেছে সিপিএম। ওই সিপিএমের সঙ্গে জোট করছে কংগ্রেস। ক্ষমতা লাভের জন্য সব কিছু করতে প্রস্তুত সিপিএম- কংগ্রেস। ত্রিপুরাবাসীকে তাঁদের থেকে সাবধান থাকতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার স্বামী বিবেকান্দ ময়দানে বিজয় সংকল্প জনসভার অংশ গ্রহণ করে বিদ্রূপের সুরে সিপিএম ও কংগ্রেসকে এভাবেই বিঁধেছেন প্রধানমন্ত্রী।

জনসভায় তিনি কটাক্ষ করে বলেন, বামপন্থী সরকার নিজেদের বাদশা আর ত্রিপুরাবাসীকে গুলাম মনে করতেন। তাই ৫ বছর আগে ত্রিপুরার জনগণ বাম সরকারকে রেড সিগন্যাল দেখিয়ে দিয়েছেন। তিনি আরও বলেন, সিপিএম সরকার ত্রিপুরাকে বিনাশের দিকে নিয়ে গেছে। তাঁরা চাঁদা একত্র করা ছাড়ার কিছুওই করেননি। তাঁরা গরিবের রেশন লুট করেছেন। তাই জনগণ ২০১৮ বিধানসভা নির্বাচনে জবাব দিয়েছেন।

বিজেপি সরকার ত্রিপুরায় গত ৫ বছর ধরে উন্নয়নএর জন্য কাজ করে গেছে। এবার নির্বাচনে পুনরায় ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হলে আগামী দিনে বিকাশ সম্ভব হবে বলে জানান মোদি। ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৩ লক্ষ ঘর দেওয়া হচ্ছে এবং আগামী দিনে যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা সুবিধা থেকে বঞ্চিত হয়েছে তাদের ঘর দেওয়া জন্য বাজেটে ৪০ হাজার কোটি টাকার খরচ করা হবে বলে প্রত্যয়ের সুরে বলেন।

এদিন তিনি বলেন, আগরতলা মহারাজা বীর বিক্রম বিমান বন্দরে থেকে জনসভা স্থলে আসার পথে রাস্তার দুই ধারে শত শত মানুষ ‘আমাকে’ স্বাগত জানিয়েছেন তা থেকে পরিস্কার বিজেপি পুনরায় সরকার গঠন করবে।

Author

Spread the News