ফোরামের প্রতিষ্ঠা দিবস ও শহিদদের শ্রদ্ধা জানাতে দম্পতির রক্তদান

বরাক তরঙ্গ, ২১ মে : বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনারস ফোরামের প্রতিষ্ঠা দিবসে দম্পতির রক্তদান। সংগঠন ও ভাষা শহিদদের সম্মান জানাতে দম্পতি একই সঙ্গে রক্তদান করলেন। দম্পতি হলেন শংকর চৌধুরী ও বিজয়িনী ভট্টাচার্য। তাঁরা হাইলাকান্দির বাসিন্দা।

১৯ মে এক রক্তদান শিবিরের মধ্য দিয়ে একই সঙ্গে দু’টি দিবস পালন করে ফোরামের হাইলাকান্দি জেলা কমিটি। দু’টি দিবস হল একটি একাদশ মাতৃভাষা শহিদ ও আরেরকি প্রতিষ্ঠা দিবস। এ দিন সুরানা মটরসের ব্যবস্থায় হাইলাকান্দি শহরের নেহেরু শিশু উদ্যানে আয়োজন করা হয় এই শিবির। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রক্তদান শিবিরে উদ্বোধন করেন ওয়ার্ড কমিশনার রাজু চক্রবর্তী।

এতে উপস্থিত ছিলেন সুরানা মোটরসের হাইলাকান্দি ব্রাঞ্চ ম্যানেজার সঞ্জীব দে, বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের হাইলাকান্দি জেলা সভাপতি সুদর্শন ভট্টাচার্য, সম্পাদক রঞ্জিত ঘোষ, কেন্দ্রীয় উপসভানেত্রী মাধবী শর্মা, হেল্প ফাউণ্ডেসনের আব্দুল খালিক বড়লস্কর। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালের ব্লাড সেন্টারের ডাঃ অমিত সিনহা, মেহবুব আলম, শাহা আলম চৌধুরী সহ অন্যান্যরা।

শিবিরে দম্পতি সহ ২৯ জন রক্তদান করেন। এরমধ্যে করবী রায়, আশা সিনহা, মিতা রায় রক্তদান করে রক্তদানে মহিলাদের উৎসাহিত করেন।

Author

Spread the News