চুরাইবাড়িতে কনটেইনার গাড়ি থেকে কফ সিরাফ উদ্ধার, আটক চালক
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : করিমগঞ্জ পুলিশের নেশা বিরোধী অভিযান অব্যহত রয়েছে। ফের অসম ত্রিপুরা ৮ নং জাতীয় সড়ক দিয়ে গুয়াহাটি থেকে ত্রিপুরায় পাচারের পথে করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানা অধীন চুরাইবাড়ি ওয়াচ পোস্টে ধরা পড়ল প্রায় কুড়ি লক্ষাধিক টাকার কফ সিরাফ।এ কাণ্ডে গাড়ি চালককে আটক করেছে পুলিশ।
গেট ইনচার্জ প্রণব মিলি জানান, রবিবার সকালে এএস ইউপি ২১ সিএন ৭৬৫৬ নম্বরের একটি শীতবস্ত্র বোঝাই মা অন্নপূর্ণা বেসরকারি ট্রান্সপোর্ট সংস্থার কন্টেনার গাড়ি চুরাইবাড়ি পুলিশ চেক গেটে পৌছালে যথারীতি তল্লাশি করে কর্তব্যরত পুলিশ। এতে বিভিন্ন শীত বস্ত্রের আড়াল থেকে ১২ কার্টুনে এক হাজার ৯২০ বোতল নেশা জাতীয় কফ সিরাফ ‘এস্কাফ’ উদ্ধার হয়। যার কালোবাজারী মূল্য কুড়ি লক্ষাধিক টাকার মত হবে। পাচারে জড়িত থাকার দায়ে আটক করা হয়েছে গাড়ি চালককে। তার নাম গুলফাম আলি। বাড়ি উত্তরপ্রদেশে।
পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। ধৃতকে সোমবার আদালতে সোপর্দ করা হবে।