নগর ও গ্রামীণ বিকাশে সবার সমন্বয় জরুরি : জেলা আয়ুক্ত
জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ অক্টোবর : শিলচর শহরের পরিকাঠামোগত উন্নয়ন ও গ্রামীণ বিকাশ তরান্বিত করার উপর গুরুত্ব আরোপ করলেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব। সোমবার শিলচর নগর ও গ্রাম উন্নয়নের পর পর দুটি মুল্যায়ন সভায় যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি। জেলা আয়ুক্ত বলেন, কাজের গুনগতমানের ধারা বজায় রাখা সহ সঠিক সময়ে কাজ শেষ করাই হচ্ছে বিকাশের চাবিকাঠি। কাজে
উচ্চ গুণমান বজায় রাখা ও সঠিক সময়ে কাজ শেষ করার সমন্বয় রক্ষা অতি জরুরি। এতে জেলার সার্বিক বিকাশ তরান্বিত হয়। এদিন শিলচর পুরসভার অধিবেশনে যোগ দিয়ে আয়ুক্ত মৃদুল যাদব জেলায় চলতি কাজের অগ্রগতি বিষয়ে খতিয়ে দেখেন এবং এসব কাজের সমাধানে সুনির্দিষ্ট ছক তৈরি করতে বলেন। শিলচর এলাকায় বসবাসরত নাগরিকদের কথা মাথায় রেখে জেলার পরিকাঠামোগত উন্নয়ন অতি জরুরি পদক্ষেপ বলে মনে করেন তিনি।

এদিনের সভায় বিভাগীয় অতিরিক্ত আয়ুক্ত ও পুরসভার নির্বাহী আধিকারিক ভানলাল লিম্পুইয়া নাম্পুই জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান এবং এসব কাজে বিভিন্ন বিপত্তির বিষয় জেলা আয়ুক্তের সামনে তুলে ধরেন। কাজে অহেতুক দেরী না হওয়া এবং মেয়াদের মধ্যে প্রকল্প সমুহের কাজ সম্পূর্ণ করার জন্য বিভিন্ন বিভাগের মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগ রক্ষার উপর জোর দেন আয়ুক্ত যাদব।

কাছাড় জেলা পরিষদের সভাকক্ষে দ্বিতীয় পর্যালোচনা সভায় যোগ দিয়ে আয়ুক্ত যাদব পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে সচেষ্ট হতে নির্দেশ দেন। গ্রামীণ প্রকল্পের মধ্যে এমজিএনরেগা, পিএমএওয়াই-জি, এসবিএম (জি)-ওডিএফ প্লাস মডেল ভিলেজের নানা কাজের অগ্রগতি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেন। গ্রামীণ বিকাশে গৃহীত প্রকল্প গুলোর গুণমান বজায় রাখা সহ সময়ের মধ্যে এসব কাজের দ্রুত বাস্তবায়ন করতে সংশ্লিষ্টদের প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দেন। সভায় প্রশাসনিক ক্ষেত্রে বলিষ্ঠ ভুমিকা পালনে জেলা পরিষদের সিইও প্রণবকুমার বরা সহ বিভিন্ন খণ্ড আধিকারিক ও সংশ্লিষ্ট বাস্তকারদের কাজের প্রসংশা করা হয়।
উল্লেখ্য, দুটি সভায়ই জেলা আয়ুক্ত মৃদুল যাদব নগর ও গ্রামীণ বিকাশকে তরান্বিত করার ক্ষেত্রে সবার সমন্বয়ে পরিকল্পনা মাফিক এগোনোর উপর জোর দেন।