ডাম্পারের ধাক্কায় প্রাণ হারালেন টেট শিক্ষক

বরাক তরঙ্গ, ২৯ অক্টোবর : মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক টেট শিক্ষক। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনাটি সংঘটিত হয় বোকাখাতের লখনৌজান এলাকায়। স্কুল যাওয়ার সময় অপরিচিত একটি ডাম্পারের ধাক্কায় মৃত্যু ঘটে তরুণ শিক্ষকের। 

মৃত শিক্ষকের নাম বোকাখাতের বহিখাওয়া এলাকার অভিজিৎ বলে জানা যায়। TET শিক্ষক সকালে তাঁর এএস ০৫ কিউ ৭০২৪ নম্বরের বাইক নিয়ে বনগাঁওয়ে স্কুলে যাচ্ছিলেন। রাস্তায় একটি ডাম্পার ধাক্কা মারলে তিনি পড়ে যান। এবং ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। ঘটনার পর ডাম্পারটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ডাম্পারের ধাক্কায় প্রাণ হারালেন টেট শিক্ষক
ডাম্পারের ধাক্কায় প্রাণ হারালেন টেট শিক্ষক

Author

Spread the News