এপিডিসিএলকে ক্ৰয় করার দীৰ্ঘমেয়াদি চুক্তি সম্পর্কে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া কনজুমার্স অ্যাসোসিয়েশনের

বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : ধনকুবের আদানির ব্যক্তিমালিকানাধীন তাপ বিদ্যুৎ উৎপাদন কোম্পানি আদানি পাওয়ার লিমিটেডের উদ্যোগে অসমের ধুবড়ি জেলার চাপরে স্থাপিত হতে যাওয়া তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে ৩২০০ মেগাওয়াট বিদ্যুৎ রাজ্যের সরকারি বিদ্যুৎ বিতরণ কোম্পানি এপিডিসিএলকে ক্ৰয় করার দীৰ্ঘমেয়াদি চুক্তি সম্পর্কে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ করে অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার  অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আসাম বিদ্যুৎ নিয়ামক আয়োগের অধ্যক্ষের উদ্দেশ্যে এই সম্পর্কিত একটি আপত্তি পত্ৰ প্ৰেরণ করা হয়। আপত্তি পত্রে বলা হয় যে, প্ৰস্তাবিত এই চুক্তি রাজ্যের বিদ্যুৎ খণ্ডে সুদূরপ্ৰসারী কুপ্ৰভাব ফেলবে। চুক্তির বিভিন্ন গুরুত্বপূৰ্ণ দিক গুপ্ত রেখে রাজ্যের বিদ্যুৎ গ্ৰাহক সংগঠন, কৰ্মচারী সংগঠন ও জনসাধাণকে সম্পূৰ্ণ অন্ধকারে রেখে নিয়ামক আয়োগে একপক্ষীয়ভাবে এপিডিসিএল’র আবেদনের উপর শুনানি গ্ৰহন করে আদানি থেকে এপিডিসিএল থেকে অধিক দামে বিদ্যুৎ ক্ৰয়ের অনুমোদন প্রদান করা অত্যন্ত অন্যায় এবং তা গ্রাহকদের অধিকারকে খর্ব করছে।

শুনানির আদেশনামায় নিয়ামক আয়োগে নিজেই স্বীকার করেছে যে, প্ৰতি ইউনিট বিদ্যুতের দাম ৬.৩০ টাকা হারে ধাৰ্য্য করা হয়েছে যা কিছুটা বেশি। তাহলে নিয়ামক আয়োগে গ্ৰাহকদের স্বাৰ্থের বিরুদ্ধে গিয়ে কেন আদানি থেকে বিদ্যুৎ ক্ৰয়ের অনুমোদন প্রদান করল? কনজিউমার্স অ্যাসোসিয়েশন এর আপত্তি পত্রে এই অভিযোগ উত্থাপন করা হয় যে, সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্ৰতিষ্ঠান এপিডিসিএল’কে অসমের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে সরকার সব ধরনের সুযোগ সুবিধা প্রদানের পরিবৰ্তে এপিজিসিএলকে ইচ্ছা করে নিষ্ক্ৰীয় ও উপেক্ষিত করে প্ৰাইভেট কোম্পানি থেকে বিদ্যুৎ ক্ৰয়ের অনুমোদন আসলে কৰ্পোরেট গোষ্ঠীর স্বাৰ্থে বিদ্যুৎখণ্ডের বেসরকারিকরণের চক্ৰান্তে কাজ করছে। অ্যাসোসিয়েশন অবিলম্বে এই জনস্বাৰ্থ বিরোধী চুক্তি বাতিলের দাবি জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *