খুলিছড়া ও রাজঘাট দু’টি স্কুলে কমিউনিটি ভবন নির্মাণ সিআরপিএফের, উদ্বোধন

বরাক তরঙ্গ, ৩ ফেব্রুয়ারি : খুলিছড়ার ৭০৮ নং সিঙ্গোয়াবস্তি প্রাথমিক বিদ্যালয় ও রাজাঘাট এম লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলে কমিউনিটি হল সহ খেলার সামগ্রী প্রদান করল ১৪৭ নং সিআরপিএফ।
শনিবার ধলাইয়ের শেওরাতল জিপির খুলিছড়ার ৭০৮ নং সিঙ্গোয়াবস্তি প্রাথমিক বিদ্যালয়ে এবং ভাগাবাজার রাজাঘাটের এম লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের পৃথক পৃথক ভাবে ১৪৭ নং সিআরপিএফের অর্থানুকূল্যে নির্মিত দু’টি কমিউনিটি হল উদ্বোধন করা হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে খেলার সামগ্রী ও চকলেট  বিতরণ করেন ডিজিপি রেঞ্জ অফিসার অজয় মিশ্রা। সঙ্গে ছিলেন ১৪৭ নং সিআরপিএফের কমান্ডেন্ট ব্রোনো এ, ডিসি অরবিন্দকুমার চৌধুরী, দুই অ্যাসিস্টেন্ট কমান্ডেন্ট সন্দীপ কুমার ও পারবিন্দর সিং।

এ ছাড়া উপস্থিত ছিলেন ৭০৮ নং সিঙ্গোয়াবস্তি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মধুসূদন দাস, শেওরাতল জিপির সভাপতি সুরেন্দ্র চন্দ্র বর্মন, গ্রুপ সদস্য লক্ষরানি দাস, স্কুল পরিচালনা কমিটির সভাপতি দীপু দাস, পূর্ণিমারানি দাস, জয়তারা বৈষ্ণব, সন্তোষ রায়, কুমেশ দাস এবং ভাগাবাজার রাজাঘাটের এম লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক বিষ্ণুরঞ্জন ধর, শিক্ষক  আব্দুল কুদ্দুস বড়ভূইয়া, শিক্ষিকা যুথিকারানি দাস, শিক্ষক কালিম সিদ্দিক চৌধুরী, সমাজসেবী হাবিবুল্লাহ চৌধুরী সহ দুইটি স্কুলের ছাত্রছাত্রীরা।

খুলিছড়া ও রাজঘাট দু'টি স্কুলে কমিউনিটি ভবন নির্মাণ সিআরপিএফের, উদ্বোধন
পড়ুয়াদের হাতে ক্যারম বোর্ড তুলে দেওয়া হচ্ছে।

এদিন ৭০৮ নং সিঙ্গোয়া বস্তি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূদন দাস বলেন, সিআরপিএফ জওয়ানেরা যেভাবে দেশের সীমানা সুরক্ষার জন্য যেভাবে তৎপর থাকেন, ঠিকই সমাজ ও শিক্ষাক্ষেত্রর উন্নতির জন্য যেভাবে এগিয়ে এসেছেন, তা আমাদের কাছে খুবই গর্বের বিষয়। পরবর্তীতে এম লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক বিষ্ণুরঞ্জন ধর বলেন,  সিআরপিএফের সম্পূর্ণ প্রচেষ্টায় তৈরি হওয়া নবনির্মিত কমিউনিটি হলটি আগামী দিনের স্কুলের যে কোনও অনুষ্ঠানে করার ক্ষেত্রে বিশেষভাবে কাজে আসবে। ১৪৭ নং সিআরপিএফের জওয়ানেরা এই অঞ্চলের জন জীবনের উন্নতির জন্য এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন।

খুলিছড়া ও রাজঘাট দু'টি স্কুলে কমিউনিটি ভবন নির্মাণ সিআরপিএফের, উদ্বোধন

শেষে ডিজিপি রেঞ্জ অফিসার অজয় মিশ্রা বলেন, শিক্ষাই একমাত্র জাতিকে মহান বানায় ও দেশের প্রতি আন্তরিকতা বাড়ায়। তাই সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর উন্নতির জন্য সবাইকে এগিয়ে আসতে হবে, শিক্ষাপ্রতিষ্ঠান বাঁচলে সমাজ বাঁচবে।

Author

Spread the News