জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : রাজ্যের সাধারণ প্রশাসন বিভাগের নির্দেশ অনুসারে সমগ্র দেশের সঙ্গে শ্রীভূমি জেলায়ও বুধবার সংবিধান দিবস পালিত হয়েছে। এই দিবস পালন উপলক্ষে বুধবার বেলা ৩টায় শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে দেশের সংবিধানের প্রস্তাবনা পাঠ করা হয়। এদিন শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদী তার কার্যালয়ের সভাকক্ষে কার্যালয়ের আধিকারিক ও কর্মীদের সংবিধানের প্রস্তাবনা পাঠ করান। এতে এডিসি নিলোৎপল পাঠক, নির্বাচন আধিকারিক রৌসিনুল আলম, সহকারী আয়ুক্ত রূপক মজুমদার, রংবামন টেরন, রসিকা ইসলাম, প্রশাসনিক আধিকারিক হিরন্ময় রায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক এবং কর্মচারীরা উপস্থিত থেকে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন।
এদিকে, এদিন জেলার অন্যান্য সরকারি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান এবং গ্রাম পঞ্চায়েত স্তরেও অনুরুপভাবে সংবিধানের প্রস্তাবনা পাঠ করা হয়েছে।


