দেশে সাম্প্রদায়িক রাজনীতির কারিগর কংগ্রেস : পরিমল

নিপ্প লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৯ এপ্রিল : দেশে সাম্প্রদায়িক রাজনীতির কারিগর কংগ্রেস, পরিমল শুক্রবার সোনাই শহরের ৩ নং ওয়ার্ডে বিশাল নির্বাচনী সভায় দাঁড়িয়ে ঠিক কংগ্রেসের দিকে তর্জনী নিক্ষেপ করলেন বিজেপি প্রার্থী তথা রাজ্যের প্রভাবশালী মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য।দাঁড়িয়ে ঠিক কংগ্রেসের দিকে তর্জনী নিক্ষেপ করলেন বিজেপি প্রার্থী তথা রাজ্যের প্রভাবশালী মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তিনি  জানান, অনাদিকাল থেকে ভারতবাসীর মধ্যে ঐক্য ও সম্প্রীতির অটুট বন্ধন ছিল। রাজনৈতিক গদির স্বার্থে ইংরেজের  কুমন্ত্রনায় জওহরলাল ও মোহাম্মদ আলি জিন্না ভারতমাতা কে দ্বিখণ্ডিত করে জাতি ও ধর্মের নামে বিদ্ধেষ ছড়িয়ে দিয়েছে। স্বাধীনতার  পর কংগ্রেস ও রাজনৈতিক  স্বার্থে  কখনও জাতি ভাষা ধর্মের নামে বিভেদ তৈরী করে রাজনৈতিক  ফায়দা লুটেছে। কাশ্মীরে ৩৭০ ধারা লাঘব করে হিন্দু মুসলিম দের মধ্যে বিভেদ তৈরী করে করে ফায়দা হাসিল করেছে। ঠিক তেমন ভাবে  বাবরি ইস্যু জিইয়ে রেখে বিভেদ ও সাম্প্রদায়িকতার বীজ বুনেছে। এভাবে ভারত মাতার সন্তানদের মধ্যে বিভাজন তৈরী করে দেশ কে গভীর খাদের মুখে ঠেলে দিয়েছিল কংগ্রেস। 

তিনি জোরগলায়  বলেন  বিজেপির মুল নীতি হচ্ছে ঐক্য ও সমন্বয়।জন্মলগ্ন থেকে বিজেপি ভারতমাতার সন্তানদের এক ছাতার তলায় নিয়ে আসতে চাইছে। ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আাসার পর ভারতে স্বর্ণযুগের সুচনা হয়েছিল। মোদির হাত ধরে তা এখন বাস্তবায়িত হচ্ছে।   কিন্ত কংগ্রেসের বুনা সাম্প্রদায়িকতার বীজ এখন ও পুরোপুরি  বিনষ্ট হয় নি।মোদিজী সব কা সাথ, সব কা বিকাশের লক্ষ্যে কাজ করছেন।বিশ্বে সমতা ও ঐক্যের বার্তা দিতে মোদিজী আরবে মন্দিরের উদ্ধোধন করেছেন।দেশে  হিন্দু মুসলিমদের সঙ্গী করে ভারতবাসীর উন্নয়নে এগিয়ে এসে ভারত কে বিশ্বের পা্চ নম্বর অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছেন।রামায়নের রাম রাজত্বের আদলে দেশে ন্যায় শান্তি ঐক্য ও প্রগতির চেষ্টা করে যাচ্ছেন। তিনি মোদি সরকারের দশ বছরের উন্নয়নমুখী প্রকল্পগুলোর খতিয়ান তুলে ধরে বলেন মোদির রাজত্বে হিন্দু মুসলিম সহ বিভিন্ন জাতি গোষ্টির জনতা সমান সুযোগ সুবিধা  ভোগ করছেন। নির্বাচন কে সামনে রেখে মোদি দেশবাসীর কল্যানে কয়েকটি  গ্যারাণ্টি ঘোষনা  দিয়েছেন। এই নির্বাচনে মোদিকে প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় গদীতে আসীন করলে দেশ উন্নতির চরম শিখরে পৌছোবে বলে দৃড় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন এখন ও কংগ্রেস ৩৭০ ধারা বাবরি ইস্যু, মসজিদ মন্দির ইস্যু রামরাজ্য, বন্দে মাতরম, ইত্যাদি ইস্যুখুজে বের করে বিভেদ তৈরী করার অপ প্রয়াস চালিয়ে যাচ্ছে। এতে উপত্যকার জনগন কে কর্নপাত না করার আহ্বান জানিয়েছেন পরিমল।প্রধানমন্ত্রী গলায় বিজয়মালা পরিয়ে দিতে শিলচর লোকসভা আসনের   হিন্দু মুসলমান মিলে বিপুল ভোটে তাকে জয়ী করার আহ্বান জানিয়েছেন।

দেশে সাম্প্রদায়িক রাজনীতির কারিগর কংগ্রেস : পরিমল

এলাকার প্রবীন নাগরিক অনিল চন্দ্র দাসের পৌরহিত্য আয়োজিত সভায় বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের হাত ধরে অর্ধ শতাধিক সংখ্যালঘু বিজেপিতে ভিড়েছেন। এছাড়া সভায় লোকসভা নির্বাচনে সোনাইর ইনচার্জ   নীহার রজ্ঞন দাস,  এস সি সেলের প্রদেশ সহ সভাপতি অমলেন্দু দাস বিজেপির উন্নয়নমুখী কাজকর্মের খতিয়ান তুলে ধরে উন্নয়নের স্বার্থ বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছেন।এছাড়া অনুষ্ঠানে উপস্তিত ছিলেন বিজেপি মণ্ডল সভাপতি ভজন সেন,মাইনোরিটি  মোর্চার প্রাক্তন সভাপতি বাহারুল ইসলাম বড়ভূইয়া, সোনাইর পুরনেত্রী শিলুরানি দাস, ওয়ার্ড কমিশনার রামকৃষ্ণ নাথ,  দিপু
কুমার দাস  সহ অনেকে উপস্তিত ছিলেন।

Author

Spread the News