কংগ্রেস লুঙ্গি ধুতির সরকার, ভোট দিয়ে লাভ নেই : হিমন্ত বিশ্ব শর্মা
বরাক তরঙ্গ, ২৬ এপ্রিল : পঞ্চায়েত নির্বাচনের প্রচারে একদিনের সফরে বরাকে এলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার মুখ্যমন্ত্রী বরাকে উপস্থিত হয়ে কাছাড় জেলার উদারবন্দ বিধানসভার কেন্দ্রের হাতিছড়া চা-বাগানের মাঠে বিজয় সংকল্প সমাবেশে অংশগ্রহণ করেন।
সভা শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভাবে কাশ্মীর পহেলগাঁও সন্ত্রাসীরা হিন্দু পর্যটকদের নির্মমভাবে হত্যা করেছে বিজেপি সরকার সন্ত্রাসবাদীদের খুঁজে বের করে এক এক করে গুলি করে হত্যা করবে এবং ভারতবর্ষ থেকে যে কোনো মানুষ সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের বিষয় নিয়ে মন্তব্য করলে তাদের স্থান হবে জেল হাজতে আজ কাছাড় জেলা থেকে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের বিরুদ্ধে মন্তব্য করায় দুই জনকে আটক করা হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, সেপ্টেম্বর মাসে শিলচরে কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আগামী কিছুদিন পর থেকে শিলচরের অতি শীঘ্রই উড়ালপুলের কাজ শুরু হবে, মুখ্যমন্ত্রী এও বলেন, কংগ্রেস লুঙ্গি ধুতির সরকার তাই ভোট দিয়ে লাভ হবে না, এবার পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদের ভোট দিয়ে তাঁদের জনগণের সেবায় নিয়োগ করার জন্য আবেদন করেন। কাছাড় জেলায় আরও দশ হাজার অরুণোদয় প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বলেন, কংগ্রেস শাসনকালে পঞ্চায়েত এলাকায় দুর্নীতি চালিয়ে যাচ্ছিল এবং বিজেপি সরকার কংগ্রেসের দুর্নীতি বন্ধ করে দেয় এবং আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদের বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য জনগণের কাছে আবেদন রাখেন।

এ দিকে, মুখ্যমন্ত্রীর জনসভায় যাওয়ার পথে শিলচর রংপুরে সড়ক দুর্ঘটনা কবলে পড়ল একটি বাস। জানা গেছে শ্রীকোণা থেকে একটি যাত্রীবাহী বাস হাতিছড়া চা-বাগানে মুখ্যমন্ত্রীর জনসভায় যাওয়ার পথে শিলচর রংপুরে আসার পর বাসটি ডাম্পারের পেছনে ধাক্কা মারে এতে বাসের ভেতরে থাকা পাঁচজন যাত্রী আহত হন।