মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৯ ডিসেম্বর : কেন্দ্রীয় সরকারের অন্যতম উচ্চাভিলাষী প্রকল্প ‘জলজীবন মিশন’ বাস্তবের মাটিতে চরমভাবে ব্যর্থ এমনই গুরুতর অভিযোগ তুলে সরব হলো পাথারকান্দি ব্লক কংগ্রেস। উন্নয়ণের ঢাকঢোল পিটিয়ে কোটি কোটি টাকা খরচ করা হলেও সাধারণ মানুষের জীবনে তার কোনও বাস্তব সুফল নেই বলে অভিযোগ বিরোধী শিবিরের। শুক্রবার পাথারকান্দির প্রাক্তন বিধায়ক মণিলাল গোয়ালার নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল পাথারকান্দি সমজেলা আযুক্তের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করে। স্মারকপত্রে বৃহত্তর পাথারকান্দি বিধানসভা এলাকার বিভিন্ন ভগ্নদশাগ্রস্ত পানীয়জল প্রকল্প দ্রুত চালু করা এবং গোটা বিষয়টির নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের জোরালো দাবি জানানো হয়। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, কেন্দ্রে ও রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার কোটি কোটি টাকার উন্নয়ণের প্রচার চালালেও বাস্তবে আজও দেশের প্রায় ৬০ শতাংশ মানুষ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। বিশেষ করে বৃহত্তর পাথারকান্দি সমষ্টির প্রত্যন্ত গ্রামাঞ্চলে সাধারণ মানুষকে আজও পানীয়জলের জন্য প্রতিদিন চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। তাঁদের দাবি, সরকার পরিচালিত একাধিক পানীয় জল প্রকল্পে নিয়মিত জল সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে বেশিরভাগ প্রকল্পই আজ বন্ধ, অকেজো ও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। কোথাও বৈদ্যুতিক সমস্যার অজুহাত, কোথাও আবার কারিগরি ত্রুটির কথা বলে দীর্ঘদিন ধরে জল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। ফলে গরমের এই মরসুমে সাধারণ মানুষকে দূর-দূরান্ত থেকে জল সংগ্রহ করতে বাধ্য হতে হচ্ছে। স্মারকপত্রে কংগ্রেস নেতৃত্ব প্রশ্ন তোলেন জল জীবন মিশনের নামে যে বিপুল অর্থ বরাদ্দ হয়েছে, তা কি শুধুমাত্র কাগজে-কলমে উন্নয়ণ দেখানো আর লুটপাটের খাতাতেই সীমাবদ্ধ? নাকি সাধারণ মানুষের জীবন ও মৌলিক অধিকার রক্ষায় সরকারের আদৌ কোনও দায়বদ্ধতা রয়েছে?তাঁদের আরও অভিযোগ, পরিকল্পনার অভাব, দুর্নীতি ও প্রশাসনিক গাফিলতির কারণে একের পর এক জল প্রকল্প ব্যর্থ হচ্ছে, অথচ সরকার দায় এড়াতে নীরব ভূমিকা পালন করছে। অবিলম্বে বন্ধ ও অকেজো প্রকল্পগুলোর সংস্কার, পুনরায় চালু করা এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
কংগ্রেস নেতৃত্ব স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন,যদি অবিলম্বে এই বিষয়ে কেন্দ্রীয় সরকার ইতিবাচক পদক্ষেপ না নেয়, তাহলে আগামীদিনে ভুক্তভোগী সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা।এই স্মারকপত্রে স্বাক্ষর করেন লোয়ারপোয়া ব্লক কংগ্রেস সভাপতি রাম নারায়ণ গোয়ালা, পাথারকান্দির প্রাক্তন বিধায়ক মণিলাল গোয়ালা, মহাবীর কানু সহ কংগ্রেসের একাধিক নেতা ও কর্মী।এই ঘটনাকে কেন্দ্র করে পাথারকান্দি রাজনৈতিক মহলে নতুন করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।


