মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৪ ডিসেম্বর : শ্রীভূমি জেলাজুড়ে শোকের ঢেউ ছড়িয়ে পড়েছে কংগ্রেসের বর্ষীয়ান নেতা ও সম্মানিত ব্যক্তিত্ব হাজি আব্দুল জব্বার চৌধুরী আর নেই। বুধবার রাত প্রায় ১০টায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯৫ বছর।
দীর্ঘ রাজনৈতিক কর্মজীবন, সামাজিক নেতৃত্ব ও মানবিক গুণাবলির জন্য তিনি সর্বস্তরের মানুষের কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়। মৃত্যুসংবাদ প্রকাশ পেতেই ফরিদকোনা-দোহালিয়া অঞ্চলসহ আশপাশের গ্রামগুলোতে শোকের আবহ নেমে আসে। তাঁর প্রতি শেষ সম্মান জানাতে বৃহস্পতিবার সকাল থেকেই ভিড় করতে থাকেন বিভিন্ন এলাকার মানুষ। সাধারণ গ্রামবাসী থেকে রাজনৈতিক নেতা, তরুণ সমাজ থেকে প্রবীণ সবাই সমবেত হন প্রয়াত নেতার বাড়িতে।
বেলা দু’টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন মওলানা আবু মুহাম্মদ সুফিয়ান, প্রাক্তন অধ্যক্ষ আছিমিয়া টাইটেল মাদ্রাসা, কাজি আতিকুর রহমান, প্রাক্তন অধ্যক্ষ আছিমিয়া এমভি স্কুল। এছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী, শিক্ষানুরাগী, ধর্মীয় ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
হাজী আব্দুল জব্বার চৌধুরী শুধু জেলা কংগ্রেসের প্রাক্তন সহ-সভাপতি নন, তিনি ফরিদকোনা দোহালিয়া জিপির সভাপতি হিসেবেও দীর্ঘদিন নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। সমাজকল্যাণমূলক কাজ, শিক্ষা বিস্তার, ধর্মীয় ও মানবিক কার্যক্রমে তিনি ছিলেন সক্রিয় ও নিবেদিতপ্রাণ। তাঁর নেতৃত্বে এলাকার বহু উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়িত হয়েছিল, যা এখনও মানুষের মনে স্থায়ী ছাপ রেখে গেছে।
প্রয়াত নেতা রেখে গেছেন স্ত্রী, তিন পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও অগণিত শুভানুধ্যায়ী। তাঁর মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


