রবিবার সোনাইয়ে কংগ্রেসের জনসভা, জোরদার প্রস্তুতি
বরাক তরঙ্গ, ২৬ অক্টোবর : লোকসভা নির্বাচনের আগেই সোনাইয়ে কংগ্রেস ফের গা ঝাড়া দিয়ে উঠছে। একের পর এক দলীয় অনুষ্ঠান হাতে দলের সব স্তরের কর্মকর্তাদের সজীব করে তোলা হচ্ছে। এ ছাড়াও সমর্থকদের আত্মবিশ্বাস আরও দৃঢ় করতে পৌছাচ্ছেন কংগ্রেস কর্মীরা। পাশাপাশি চলছে জোরদার প্রস্তুতি।
ইয়ুথ জোড়ো র্যালি ও সমাবেশ এবং সোনাই সংখ্যালঘু বিভাগের সমাবেশের পর এবার বিশাল জনসভার আয়োজন করছে সোনাই ব্লক কংগ্রেস। আগামী ২৯ অক্টোবর রবিবার সোনাই ফুটবল মাঠে অনুষ্ঠিত হতে চলছে কংগ্রেসের বিশাল জনসভা। জনসভায় উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা অসমের ইনচার্জ জিতেন্দ্র সিং, পৃথ্বীরাজ সাটে, সাংসদ গৌরব গগৈ, প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরা, ডেপুটি সিএলপি লিডার বর্তমান বিধায়ক রকিবুল হোসেন, অসম প্রদেশ কংগ্রেসের কার্যকারী সভাপতি জাকির হোসেন সিকদার, অসম প্রদেশ কংগ্রেস কার্যকারী সভাপতি তথা উত্তর করিমগঞ্জ বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, অসম প্রদেশ কংগ্রেসের মহিলা সভাপতি মীরা বরঠাকুর, শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিত পাল সহ রাজ্য ও জেলাস্তরের পদাধিকারীরা। এছাড়াও উপস্থিত থাকবেন বরাক উপত্যকার দলীয় বিধায়করাও।
মূলত অসম প্রদেশ কংগ্রেসের নির্দেশে এই বিশাল জনসভায় আয়োজন করছে সোনাই ব্লক কংগ্রেস। জনসভাকে সফল করে তুলতে ব্লক কংগ্রেস সভাপতি আক্তার হোসেন বড়ভূইয়া সোনাই ব্লকের অধীন এবং কেন্দ্রের প্রতিটি জিপিতে একের পর এক সভা করে যাচ্ছেন। এবং সভা গুলোতে ব্যাপক সাড়া মিলছে। গত মাসখানেক ধরে মণ্ডল কমিটিগুলোকে নিয়ে চলা সভায় নতুন নতুন মুখ ফিরছে দলে। সম্প্রতি শিলডুবি, দক্ষিণ কৃষ্ণপুর, সৈদপুর, সোনাবাড়িঘাট, দক্ষিণ সৈদপুর, হাতিখাল, স্বাধীন বাজার সহ বিভিন্ন মণ্ডলে পৌঁছেন ব্লক সভাপতি বড়ভূইয়া। তিনি দলকে চাঙ্গা করতে এবং জনসভায় অংশ নিতে সবাইকে আহবান জানান।
উল্লেখ্য, আক্তার হোসেন বড়ভূইয়া ব্লক কংগ্রেসের দায়িত্ব নেওয়ার পর থেকে দলকে শক্তিশালী করতে একের পর এক কর্মসূচি হাতে নিয়েছেন। এবং সবাইকে নিয়ে একজোট হয়ে কাজ করার সংকল্প নেন বলে জানান ব্লক সভাপতি।