করিমগঞ্জে কমলাক্ষ ও অনুরাগের কুশপুতুল পুড়ালো কংগ্রেস

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৩ আগস্ট : কংগ্রেসের সঙ্গে মাদ্রাসার তুলনার প্রতিবাদ জানিয়ে কমলাক্ষ দে পুরকায়স্থের কুশপুতুল দাহ করল করিমগঞ্জ কংগ্রেস। শনিবার জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে কমলাক্ষের কুশপুতুল দাহ করা হয়।

করিমগঞ্জে কমলাক্ষ ও অনুরাগের কুশপুতুল পুড়ালো কংগ্রেস

কংগ্রেস কার্যালয় মাদ্রাসায় পরিণত হয়েছে বলে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের মন্তব্যের তীব্র ধিক্কার জানিয়ে জেলা সভাপতি রজত চক্রবর্তী বলেন, কংগ্রেস কার্যালয় হচ্ছে সব ধর্মের সমন্বয় স্থল। তিনি কমলাক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে। এছাড়াও তিনি বলেন, সাহস থাকলে অবিলম্বে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য।  সংসদে রাহুল গান্ধীর বিরুদ্ধে অনুরাগ ঠাকুরের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান। এদিন অনুরাগ ঠাকুরেরও কুশপুতুল দাহ করা হয়। শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ সহ অনেকে এই প্রতিবাদী কর্মসূচীতে অংশ নেন।

করিমগঞ্জে কমলাক্ষ ও অনুরাগের কুশপুতুল পুড়ালো কংগ্রেস

উল্লেখ্য, গুয়াহাটিতে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেছিলেন করিমগঞ্জে কংগ্রেস কার্যালয়ে প্রবেশ করলে মনে হয় মাদ্রাসার ভেতরে প্রবেশ করেছেন।

Author

Spread the News