কৃষ্ণপুর জিপির জনগণের আশীর্বাদ চাইলেন কংগ্রেসের এপি প্রার্থী
নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল : কৃষ্ণপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা পদে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের মনোনীত প্রার্থী আয়েসা বেগম মজুমদার এলাকার সর্বস্তরের জনগণের দোয়া ও আশীর্বাদ কামনা করেছন। বুধবার দুপুরে কৃষ্ণপুরে সাংবাদিক সম্মেলন ডেকে সুষ্টভাবে পঞ্চায়েতরাজের সুফল জনগণের কাছে পৌছে দিতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস দলের মনোনীত প্রার্থী হিসাবে হাত প্রতীক চিহ্নে বিপুল ভোটে জয়ী করতে সর্বস্তরের ভোটারদের কাছে অনুরোধ জানিয়েছেন। উত্তর কৃষ্ণপুর আউলিয়া বাজার এলাকার বিশিষ্ট সমাজকর্মী তথা দীর্ঘ দিনের কংগ্রেস কর্মী সফিক উদ্দিন মজুমদার সহধর্মিনী আয়সা বেগম মজুমদারকে পাশে বসিয়ে বলেন কংগ্রেস একটি ধর্ম নিরপেক্ষ সর্ব ভারতীয় রাজনৈতিক দল। জাতপাতের উর্ধে থেকে দেশবাসীর কল্যাণে কাজ করে কংগ্রেস। বিশেষ করে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার্থে অগ্রনী ভুমিকা নিয়ে থাকে কংগ্রেস। ওয়াকফ, সিএএ এনআরসি ও জনস্বার্থ বিরোধী সরকারের পদক্ষেপের বিরোধিতা করে আসছে কংগ্রেস। সরকারের ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চতম ন্যায়ালয়ের দ্বারস্ত হয়েছে কংগ্রেস।
বিশেষ করে দেশের বর্তমান পরিস্তিতি বিবেচনা করে এবারের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস দলের ভিত আর ও মজবুত করতে দলীয় প্রার্থীদের কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছেন তিনি।সাবেক দক্ষিন কৃষ্ণপুর জিপির দুবারের নির্বাচিত এপি সদস্য আতিকুর রহমান বড়ভূইয়া জানান, সৎ ন্যায়পরায়ন সফিক উদ্দিন মজুমদার দীর্ঘ কুড়ি বছর থেকে কংগ্রেস রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন। রাজনীতির পাশাপাশি সমাজসেরা ও গরিব দুস্তদের কল্যানে নিয়োজিত রয়েছেন। তার আদর্শের প্রতি মুগ্ধ হয়ে দল এবার কৃষ্ণপুর মহিলা সংরক্ষিত আসনে যোগ্যতার ভিত্তিতে দল তার সহধর্মিনী আয়সা বেগম মজুমদারকে এপি সদস্যা পদে মনোনীত হয়েছেন। সর্বস্তরের ভোটারদের দোয়া আশীর্বাদে বিপুল ভোটের ব্যবদানে জয়ী হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
